পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কেয়ামত পর্যন্ত শর্ত পূরণ করে গেলেও যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, আমরা এ সুবিধা চাইও না। সারা পৃথিবীতে বাংলাদেশ ৩৫ বিলিয়ন ডলার রপ্তানি করে। তাদের জিএসপি সুবিধার দরকার নেই বাংলাদেশের। বরং উন্নয়নশীল দেশ হওয়ার পর ইউরোপিয়ান ইউনিয়নসহ বিভিন্ন দেশ আমাদের জিএসপি প্লাস দেবে। এ বিষয়ে সেসব দেশের সঙ্গে আলোচনা চলছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ অফিসে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হি হিরোয়াসু ইজুমির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) অনেক সিদ্ধান্ত বাস্তবায়ন করছে না। এ কারণে ডব্লিউটিও আজ অকার্যকর হতে চলেছে।
জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে কি কথা হয়েছে জানতে চাইলে তোফায়েল আহমেদ বলেন, জাপান বাংলাদেশে ঘনিষ্ঠ বন্ধুরাষ্ট্র। স্বাধীনতার পরে সবচেয়ে বেশি অর্থ সহায়তা দিয়েছে জাপান। দেশটির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। জাপানে আমাদের রপ্তানিও বাড়ছে। আগামীতে দুই বিলিয়ন ডলারের পণ্য রপ্তানির সুযোগ সৃষ্টি হবে বলে আশা রাখি।
তিনি বলেন, জাপান অস্ত্র ও হ্যান্ডগ্লোভস ছাড়া সব পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেয়। দেশটির সঙ্গে আমাদের বাণিজ্য উত্তরোত্তর বাড়ছে। আশা করি রপ্তানি বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশে জাপানি বিনিয়োগও বাড়বে। এ সময় জাপানের রাষ্ট্রদূত বাংলাদেশে আরো বিনিয়োগের আশা করেন বলেও জানান বাণিজ্যমন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী বলেন, জাপানের সাথে অনেক চুক্তি আমরা করেছি। জাপানের শিল্প ও বাণিজ্যমন্ত্রীর সাথে আমাদের বৈঠক আছে। জাপানের সঙ্গে আমাদের আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যে একশটি ইকোনোমিক জোন করছি তার একটি স্পেশাল ইকোনোমিক জোনে শতভাগ বিনিয়োগ করবে জাপান।
জাপানের অনেক বিনিয়োগকারী আমাদের দেশে রয়েছে। জেটপ্রো ও জাইকা আমাদের দেশের নানা উন্নয়নে সাহায্য করে। বড় বড় প্রজেক্টে তারা সহযোগিতা করে আসছে। আশা করছি সামনের দিকে জাপান আরো বেশি বিনিয়োগ করবে-যোগ করেন তোফায়েল আহমেদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।