পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
বগুড়াভিত্তিক এইচএফও পাওয়ার প্ল্যান্টের জন্য স¤প্রতি, কনফিডেন্স গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান কনফিডেন্স পাওয়ার বগুড়া ইউনিট ২, বাংলাদেশ পাওয়ার ডেভলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) সাথে জ্বালানি ক্রয় চুক্তি (পিপিএ) সম্পাদন করেছে। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিপিডিবি’র সচিব মিনা মাসুদ-উজ-জামান এবং কনফিডেন্স পাওয়ার হোল্ডিংস লিমিটেডের (সিপিএইচএল) ব্যবস্থাপনা পরিচালক খালিদ ইসলাম। এ প্রকল্পের মাধ্যমে জাতীয় পাওয়ার গ্রিডে যৌথভাবে ১১৩ মেগা ওয়াট ধারণ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ যোগ করা হবে। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিপিডিবি’র আইপিপি সেল-৩ এর পরিচালক মো. মাহবুবুর রহমান, প্রতিষ্ঠানটির কন্ট্রাক্ট ও অ্যাডভাইজরি বোর্ডের অতিরিক্ত পরিচালক আব্দুস সালাম, বিপিডিবি’র আইপিপি সেল ৩- এর সহকারী প্রকৌশলী এস. এম. রফিকুল ইসলাম, কনফিডেন্স গ্রুপের হেড অব গ্রুপ এইচআর অ্যান্ড করপোরেট কমিউনিকেশনস মোহাম্মদ তারিকুল ইসলাম, কনফিডেন্স পাওয়ার বগুড়া লিমিটেড ও জোডিয়াক পাওয়ার চট্টগ্রাম লিমিটেডের সিওও সাইফুল ইসলাম এবং কনফিডেন্স অয়েল অ্যান্ড শিপিং লিমিটেডের সিওও এ. এম. মাইনুদ্দিন খান। কনফিডেন্স পাওয়ার বগুড়া ইউনিট- ২ লিমিটেড আনুমানিক প্রায় ৯০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে বিশ্বখ্যাত জার্মান প্রতিষ্ঠান ম্যান ব্র্যান্ড এর নতুন ইউরোপিয়ান ইঞ্জিন দিয়ে পাওয়ার প্ল্যান্ট স্থাপন করবে। -বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।