পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড ও রবি আজিয়াটা লি.- এর মধ্যে একটি কৌশলগত ব্যবসায়ীক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী এনআরবি কমার্শিয়াল ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে রবি রিটেইলারগন এখন থেকে বাংলাদেশ সরকারের দুঃস্থ সামাজিক নিরাপত্তা বিষয়ক ভাতা প্রদান কার্যক্রমে অংশগ্রহন করতে পারবে। রিটেইলাররা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এ্যাপস্্ ব্যবহার করে বায়োমেট্রিক ভেরিফিকেশন দ্বারা প্রত্যন্ত অঞ্চলের দুঃস্থ ভাতা-ভোগীদের নগদ টাকা প্রদান করতে পারবে। এনআরবিসি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি ওয়ার্ডে অবস্থিত রবি রিটেইলাররা এই কার্যক্রমে সম্পৃক্ত হলো এবং জনগনের দোড়-গোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেবার আরেকটি নতুন দিগন্তের সুচনা হলো। সম্প্রতি আয়োজিত এই চুক্তিতে স্বাক্ষর করেন এনআরবিসি ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কাজী মো. তালহা এবং রবি আজিয়াটা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাহতাব উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে এনআরবিসি ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কবীর আহমেদ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজী মো. সেফায়েত কবীর, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হারুনুর রশিদ ও ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট হাসনাত রেজা মহিব্বুল আলম এবং রবি আজিয়াটা এর পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চীফ কমার্শিয়াল অফিসার প্রদীপ শ্রীভাস্তবা, সেলস অপারেশনস ভাইস প্রেসিডেন্ট দিদারুল হাসান সিদ্দিকী, জেনারেল ম্যানেজার ওমর ফারুক ইবনে হাসান, ম্যানেজার রোনাল্ড রনি বৈদ্য।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।