Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কারাগারে খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন স্বজনেরা

| প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : বিএনপি চেয়ারপারসন কারাবন্দী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন তার স্বজনেরা। গতকাল বিকেল ৪টা ৫৫মিনিটে নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে তারা দেড়ঘণ্টা ব্যাপী এ সাক্ষাৎ করেন। স্বজনেরা হলেন- খালেদা জিয়ার বোন সেলিনা ইসলাম, ভাগেড়ব মো. মামুন, ভাগিড়ব সামিয়া ইসলাম ও ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা। এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৮ই ফেব্রুয়ারি রায় ঘোষণার মাধ্যমে বেগম খালেদা জিয়াকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরদিন কারাগারে বেগম খালেদা জিয়ার সঙ্গে দেড়ঘণ্টাব্যাপী সাক্ষাৎ করেন তার স্বজনেরা। প্রথমবার বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎকারীদের মধ্যে ছিলেন- তার বোন সেলিনা ইসলাম, ভাই শামীম এস্কান্দার, দুই ভাইয়ের স্ত্রীদ্বয়, ভাতুষ্পুত্র এবং খালেদা জিয়ার মামি। পরে ১৮ই ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় তার সঙ্গে সাক্ষাৎ করেন বোন সেলিনা ইসলাম, ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা, ভাতিজা অভিক ইস্কান্দার, মো. হাসান ও একটি শিশু। তবে কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের পর গণমাধ্যমের কাছে কোন মন্তব্য করেননি তার স্বজনেরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ