পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিশেষ সংবাদদাতা : বিএনপি চেয়ারপারসন কারাবন্দী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন তার স্বজনেরা। গতকাল বিকেল ৪টা ৫৫মিনিটে নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে তারা দেড়ঘণ্টা ব্যাপী এ সাক্ষাৎ করেন। স্বজনেরা হলেন- খালেদা জিয়ার বোন সেলিনা ইসলাম, ভাগেড়ব মো. মামুন, ভাগিড়ব সামিয়া ইসলাম ও ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা। এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৮ই ফেব্রুয়ারি রায় ঘোষণার মাধ্যমে বেগম খালেদা জিয়াকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরদিন কারাগারে বেগম খালেদা জিয়ার সঙ্গে দেড়ঘণ্টাব্যাপী সাক্ষাৎ করেন তার স্বজনেরা। প্রথমবার বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎকারীদের মধ্যে ছিলেন- তার বোন সেলিনা ইসলাম, ভাই শামীম এস্কান্দার, দুই ভাইয়ের স্ত্রীদ্বয়, ভাতুষ্পুত্র এবং খালেদা জিয়ার মামি। পরে ১৮ই ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় তার সঙ্গে সাক্ষাৎ করেন বোন সেলিনা ইসলাম, ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা, ভাতিজা অভিক ইস্কান্দার, মো. হাসান ও একটি শিশু। তবে কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের পর গণমাধ্যমের কাছে কোন মন্তব্য করেননি তার স্বজনেরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।