Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

১ মার্চ থেকে মাদকের বিরুদ্ধে তথ্য অভিযান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৮, ৭:৫৩ পিএম

আগামী ১ মার্চ সারা দেশে মাদকের বিরুদ্ধে তথ্য মন্ত্রণালয়ের তথ্য অভিযান শুরু হচ্ছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। রোববার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার মাদক নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্ব আরোপ করেছে। প্রধানমন্ত্রী বিভিন্ন সময়ে বলেছেন যে, এই মাদক বাংলাদেশ থেকে নির্মূল করতে হবে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে। আমরা তথ্য মন্ত্রণালয় থেকে তথ্যের মাধ্যমে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে পারি।’

তিনি আরো বলেন, ‘আমরা তথ্য মন্ত্রণালয় থেকে তথ্য অভিযানই করতে পারি। আমাদের সহযোগিতা করবে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ১ মার্চ সব টেলিভিশন এবং রেডিওতে রাত ৮টা ৫০ মিনিটে ‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন’ স্লোগানটি একযোগে প্রচারিত হবে। সোশ্যাল মিডিয়াতেও একটা সময়ে প্রচার করব।’

সব সংবাদ মাধ্যম একত্রে এই তথ্য অভিযানে সম্পৃক্ত হবে। জেলা-উপজেলা পর্যায়েও ব্যাপকভাবে তথ্য অভিযান চালানো হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

তারানা হালিম বলেন, ‘আমরা স্কুল-কলেজে মাদকবিরোধী প্রচারণার পর ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সংযুক্ত হব এবং তথ্য মন্ত্রণালয় থেকে তথ্য উপাত্ত দিয়ে সচেতন করার চেষ্টা করব শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার জন্য।’

তথ্য অভিযানের অংশ হিসেবে কারাগারকেন্দ্রিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আমি নিজেও উপস্থিত থাকব। সেখানে আমরা বিভিন্ন ভিডিও চিত্র দেখাব। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে বলেছে যে, কারাগারে কিন্তু এই বিষয়টি (মাদক) ব্যাপক হারে দেখা যাচ্ছে। আমরা সেখানেও বিভিন্ন ভিডিও প্রদর্শনের মাধ্যমে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করব। যারা এ পথ থেকে ফিরে সুস্থ জীবনে এসেছেন এবং সেই সঙ্গে আমিও বিভিন্ন অনুষ্ঠানে প্রচারণা চালাব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদকের বিরুদ্ধে তথ্য
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ