পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন সোমবার (২৫ ফেব্রুয়ারি) পর্যন্ত বাড়ানো হয়েছে। সোমবার এ মামলায় শুনানি অনুষ্ঠিত হবে।
রোববার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে পুরান ঢাকার বকশীবাজার কারা অধিদফতরের মাঠে স্থাপিত বিশেষ আদালতে জামিন বাড়ানোর আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত।
তবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবীরা তার বিরোধিতা করেন। কিন্তু আদালত তা নাকচ করে দেন। খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট আবদুর রেজাক খান জানান, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় রোববার পর্যন্ত খালেদা জিয়া জামিনে ছিলেন। কিন্তু তা বাড়ানোর জন্য আবেদন করা হয়।
আদালত তা মঞ্জুর করে সোমবার পর্যন্ত দিন বাড়ানোর নির্দেশ দিয়েছেন। ওইদিনই এ মামলার শুনানি অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।