Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাঙচুর অবরোধে নগরজুড়ে আতঙ্ক : প্রিমিয়ার ভার্সিটি বন্ধ

প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১১:২৯ পিএম, ২৯ মার্চ, ২০১৬

চট্টগ্রাম ব্যুরো : ছাত্রলীগের বিবদমান দুই গ্রুপের সংঘর্ষে বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত এবং আরো ৩ জন গুরুতর আহত হয়েছেন। নিহত আসিফ আহমেদ সোহেল এমবিএর শিক্ষার্থী এবং নগর ছাত্রলীগের সদস্য। ছাত্রলীগ নেতা নিহতের ঘটনার জের ধরে গতকাল (মঙ্গলবার) দুপুরের পর থেকে মহানগরীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে ব্যাপক ভাঙচুর চালানো হয়। বিভিন্ন এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শতাধিক যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের খবর পাওয়া গেছে। রাত পর্যন্ত প্রবর্তক মোড়সহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে রাখে ছাত্রলীগের নেতাকর্মীরা।
মহানগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক ভাঙচুর, বোমাবাজিতে নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুপুরের পর বেশিরভাগ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের কারণে মেডিক্যাল কলেজ ও এর আশপাশের ক্লিনিকগুলোতে রোগী ও তাদের স্বজনেরা চরম দুর্ভোগের মুখে পড়েন। দুপুর থেকে রাত পর্যন্ত নগরজুড়ে ছাত্রলীগের দুই গ্রুপের কর্মীরা সশস্ত্র অবস্থায় ব্যাপক তা-ব চালালেও পুলিশ ছিল নীরব দর্শক।
নিহত শিক্ষার্থী সোহেল নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী অংশের ছাত্রলীগের নেতা। নিহতের সহপাঠীরা হত্যাকা-ের জন্য নগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী ছাত্রলীগের কর্মীদের দায়ী করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়।
শিক্ষার্থীরা জানান, আগামী ৩১ মার্চ বিশ্ববিদ্যালয়ে অষ্টম সেমিস্টারের বিদায়ী এবং বিবিএর ৩১তম ব্যাচের বরণ অনুষ্ঠান। এ অনুষ্ঠানে প্রধান অতিথি করাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। এক গ্রুপ সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে প্রধান অতিথি করার প্রস্তাব দেয়। অন্য গ্রুপ মহিউদ্দিন চৌধুরীকে বাদ দিয়ে ভিসি ড. অনুপম সেনকে প্রধান অতিথি করতে চায়। এ বিরোধের জের ধরে কয়েক দিন আগেও দুই পক্ষের কর্মীদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানান, এ ঘটনায় মহিউদ্দিন চৌধুরীর কর্মীদের বিরুদ্ধে চকবাজার থানায় সাধারণ ডায়েরি করে আ জ ম নাছির গ্রুপের কর্মীরা।
থানায় ডায়েরি করার ঘটনায় দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব আরো চরমে ওঠে। এ অবস্থায় গতকাল দুপুরে ওয়াসার সংলগ্ন ক্যাম্পাসে ওই অনুষ্ঠানের মহড়া শুরু হয়। মহড়া চলাকালে মহিউদ্দিন চৌধুরীর অনুসারীরা তাতে হামলা চালায়। এ সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ক্যাম্পাসে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা প্রাণভয়ে দিগি¦দিক পালাতে শুরু করে। একপর্যায়ে দোতলার সিঁড়িতে উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত হন সোহেল। একই সময়ে নোটন শীল, মো: আহাদ ও মো: ইমতিয়াজ নামে আরো তিন শিক্ষার্থী ছুরিকাহত হন।
গুরুতর আহত অবস্থায় সোহেলকে প্রথমে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার আরো অবনতি হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান তার সহপাঠীরা। বেলা আড়াইটায় সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। এ খবর ছড়িয়ে পড়লে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওয়াসা ক্যাম্পাস ও প্রবর্তক মোড়ের ক্যাম্পাসের সামনের সড়কে ব্যারিকেড দিয়ে ভাঙচুর শুরু করে। বিকেল থেকে নগরীর চকবাজার, কাতালগঞ্জ, জিইসি মোড়, গোলপাহাড়, ষোলশহর ২নং গেট, চেরাগী পাহাড়, আন্দরকিল্লা, ডিসি হিল, নিউমার্কেট, পতেঙ্গা, হালিশহর, পাহাড়তলী, আকবর শাহ মোড়সহ মহানগরীর গুরুত্বপূর্ণ মোড়ে ব্যারিকেড দেয় ছাত্রলীগের কর্মীরা। এসব এলাকায় ব্যাপক ভাঙচুর করে তারা। প্রবর্তক মোড়ে অবস্থান নিয়ে যানবাহন এবং আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক হামলা করে ছাত্রলীগের কর্মীরা। তাদের হামলায় বিভিন্ন ক্লিনিক এবং হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়।
গোলপাহাড় এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপ মুখোমুখি হয়। সেখানে ব্যাপক গুলি ও ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রবর্তক মোড় এলাকায়ও থেমে থেমে ককটেলের বিস্ফোরণ ঘটায় ছাত্রলীগের কর্মীরা। বিকেল নাগাদ আ জ ম নাছির গ্রুপের কর্মীরা বিভিন্ন এলাকায় লাঠিসোটা নিয়ে মিছিল করে ভাঙচুর চালায়। বিভিন্ন এলাকায় মহিউদ্দিন চৌধুরী গ্রুপের কর্মীরাও পাল্টা মিছিল করে। এ সময় মহানগরীর বিভিন্ন এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেয়। ছাত্রলীগ নেতাকর্মীদের সড়ক অবরোধ, বিক্ষোভ ও ভাঙচুর চলাকালে মহানগরীতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকলেও তারা ছিল নীরব দর্শক। ভাঙচুর ঠেকাতে পুলিশ কর্মকর্তাদের কাউকে উদ্যোগ নিতে দেখা যায়নি।
আ জ ম নাছিরের সমর্থকরা অভিযোগ করেন মহিউদ্দিন চৌধুরীর সমর্থক বহিরাগত ছাত্রলীগ কর্মীরা প্রিমিয়ার ভার্সিটিতে হামলা করেছে। তারা সোহেলকে কুপিয়ে হত্যা করেছে। অন্যদিকে এসব অভিযোগ অস্বীকার করে মহিউদ্দিন চৌধুরীর সমর্থক ছাত্রলীগ কর্মীরা বলছেন, হামলার জন্য তারা দায়ী নয়। ক্যাম্পাসে ভাঙচুর এবং নগরীতে তা-ব চালানোর জন্য আ জ ম নাছির অনুসারীদের দায়ী করেন।
কয়েক শ’ নেতাকর্মী প্রবর্তক মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করে। সোহেলের খুনিদের গ্রেফতার না করা পর্যন্ত তারা সেখানে অবস্থান করার ঘোষণা দেয়। সন্ধ্যায় সেখানে যান সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি ঘোষণা দেন খুনি যেই হোক তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। তিনি শিক্ষার্থীদের অবরোধ তুলে নেয়ার আহ্বান জানান। এর আগে আ জ ম নাছির উদ্দীন হাসপাতালের মর্গে নিহত সোহেলের লাশ দেখতে যান। তিনি আহত তিন শিক্ষার্থীদের খোঁজখবর নেন।
চকবাজার থানার ওসি আজিজ আহমদ জানান, ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে বিরোধের জের ধরে ক্যাম্পাসে মারামারি হয়। এ ঘটনায় সোহেল নামে একজন মারা গেছে। তিনি বলেন, বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। খুনের ঘটনায় যারা জড়িত তাদের ধরতে অভিযান চলছে। অবরোধ তুলে নিতে পুলিশ চেষ্টা করেও ব্যর্থ হয়েছে জানিয়ে তিনি বলেন, নেতাদের হস্তক্ষেপে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ছাত্রলীগ কর্মীদের অবরোধের ফলে প্রবর্তক মোড় থেকে শুরু করে মহানগরীর বিশাল এলাকা অচল হয়ে পড়ে। নিউমার্কেট থেকে মুরাদপুর, চকবাজার থেকে ২ নম্বর গেট, পাঁচলাইশ থেকে জিইসি ও নিউমার্কেটগামী শত শত গাড়ি আটকা পড়ে। এতে দুর্ভোগে পড়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা ঘিরে কয়েক শ’ বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিতে আসা হাজার হাজার রোগী ও তাদের স্বজনরা।
এদিকে রাতে বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রদের মধ্যে একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে অন্তর্দ্বন্দ্বের কারণে একজন ছাত্র দুষ্কৃতকারীদের হাতে নিহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বেলা সাড়ে ৩টায় কতিপয় বহিরাগত দুষ্কৃতকারী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিবিএ ক্যাম্পাসে ব্যাপক ভাঙচুর চালিয়ে বিপুল ক্ষতি করেছে। দামপাড়াস্থ বাণিজ্য অনুষদে যারা ভাঙচুর করেছে তাদের মধ্যে অধিকাংশ বহিরাগত দুষ্কৃতকারী। অনিবার্য কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
চট্টগ্রামে ছাত্রলীগ নেতা নিহত
খুনিদের আশ্রয় দাতাদেরও ছাড় নয় : আ জ ম নাছির
নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, ছাত্রলীগ নেতা সোহেল আহমেদের খুনি ও আশ্রয় দাতাদেরও ছাড় দেয়া হবেনা। সন্ধ্যায় প্রবর্তক মোড়ে সোহেলের লাশ দেখার পর উপস্থিত নেতাকর্মীদের সামনে একথা বলেন তিনি। তিনি বলেন, পুলিশের আইজিপিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সবার সাথে আমার কথা হয়েছে। খুনিরা যাতে শহর ছেড়ে পালাতে না পারে। মেধাবী শিক্ষার্থী হত্যার বিচার অবশ্যই হবে। আপনারা শান্ত হোন, ধৈর্য ধরুন। তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি। বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে আমাকে সে দাওয়াত দিতে এসেছিল। কিন্তু আমি সময় দিতে পারিনি। মেয়র বক্তব্য দেয়ার সময় সমাবেশের আশপাশে কয়েকটি গুলি ও ককটেলের শব্দ শোনা যায়। দুপুরের পর থেকে প্রবর্তক এলাকায় অবরোধ করে ব্যাপক ভাঙচুর ও বিক্ষোভ সমাবেশ করে ছাত্রলীগের কর্মীরা। আ জ ম নাছির উদ্দীনের বক্তব্যের পর রাতে অবরোধ তুলে নেয় তারা। মেয়র লাশ দেখার পর সোহেলের লাশ শেরশাহ এলাকার বাসায় নিয়ে যাওয়া হয়। সোহেলের গ্রামের বাড়ি কুমিল্লায়।
আমি সন্তান হারা হয়েছি : মহিউদ্দিন চৌধুরী
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের দামপাড়াস্থ বিবিএ ক্যাম্পাসে বিবিএ ছাত্রদের মধ্যে সংঘঠিত মারামারির ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় আখ্যায়িত করে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, যারা প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের পবিত্র ক্যম্পাসকে রক্তাক্ত করেছেন, তারা আমার শরীরের রক্ত ঝরিয়েছেন। আমার শরীর আর মন দু’ই আজ রক্তাক্ত। এই ঘটনায় নিহত সোহেলের পিতা-মাতা সন্তান হারা হননি। আমিই সন্তান হারা হয়েছি। আমার এই সন্তান হত্যার বিচার চাই। খুনীদের অবশ্যই বিচারের আওতায় আনা হোক এবং খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবেই।
রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরও বলেন, আমি ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং নগরবাসীকে এই পবিত্র বিশ্ববিদ্যালকে নিয়ে সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহবান জানাচ্ছি। কিছু সংখ্যক হটকারী ও ষড়যন্ত্রকারী ব্যক্তির কারণে এই বিশ্ববিদ্যালয় ধ্বংস হতে পারে না। আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, প্রিয় ছাত্র-ছাত্রী এবং সংশ্লিষ্ট সবাইকে শান্ত, দায়িত্বপূর্ণ আচরণ প্রদর্শণের জন্য অনুরোধ করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভাঙচুর অবরোধে নগরজুড়ে আতঙ্ক : প্রিমিয়ার ভার্সিটি বন্ধ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ