Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমদানির সাথে বাড়ছে রাজস্ব

প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

রফিকুল ইসলাম সেলিম : আমদানি বাড়ছে। আমদানির সাথে বাড়ছে রাজস্ব আদায়ও। গত ৮ মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে ৩ কোটি ৩৭ লাখ ২০ হাজার ৬৪১ মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে, যা গত অর্থবছরের এ সময়ের তুলনায় ৭৬ লাখ ৯২ হাজার ৯১২ মেট্রিক টন বেশি। আমদানি বেড়েছে ৩০ শতাংশ।
আমদানির সাথে পাল্লা দিয়ে রাজস্বের পরিমাণও বাড়ছে। চলতি অর্থবছরের ৮ মাসে চট্টগ্রাম কাস্টম হাউসে ১৯ হাজার ৭৪৬ কোটি টাকা রাজস্ব আহরণ করেছে। আমদানির পরিমাণ ৩০ শতাংশ বেড়েছে আর রাজস্ব আদায়ের পরিমাণ বেড়েছে ১৫ শতাংশ। তবে প্রথম ৮ মাসে চট্টগ্রাম কাস্টম হাউসে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ৩৩০ কোটি টাকা কম হয়েছে।
চট্টগ্রাম বন্দর ও কাস্টম সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রমজানকে সামনে রেখে ভোগ্যপণ্য আমদানির হার বেড়েছে। আমদানি-রফতানি বেড়ে যাওয়ায় চট্টগ্রাম বন্দরে জাহাজ আগমনের সংখ্যাও বাড়ছে। বন্দরের জেটি এবং বহির্নোঙরে এখন জাহাজের সারি। জাহাজ থেকে পণ্য খালাস হচ্ছে। আমদানি পণ্য পরিবহনে ব্যস্ত সংশ্লিষ্ট পরিবহন কোম্পানীগুলো।
কাস্টম হাউস সূত্র জানায়, চলতি অর্থবছরের ৮ মাসে গত অর্থবছরের তুলনায় ৩০ শতাংশ আমদানি বৃদ্ধি পেয়েছে। গত অর্থবছরের ৮ মাসে ২ কোটি ৬০ লাখ ২৭ হাজার ৭২৮ মেট্রিক টন পণ্য আমদানি হয়। এবার তার চেয়ে ৭৬ লাখ ৯২ হাজার ৯১২ মেট্রিক টন বেশি পণ্য আমদানি হয়েছে। গতবছর আমদানিকৃত পণ্যের শুল্কায়ন মূল্য ছিল ১ লাখ ১৮ হাজার ৮৫৩ কোটি টাকা।
চলতি অর্থবছরের ৮ মাসে আমদানিকৃত পণ্যের শুল্কায়ন মূল্য ৫ হাজার ৬০৪ কোটি টাকা বেড়ে ১ লাখ ২৪ হাজার ৪৫৭ কোটি টাকায় দাঁড়িয়েছে। গত অর্থবছরের ৮ মাসে আমদানিকৃত পণ্য থেকে রাজস্ব আদায় হয় ১৭ হাজার ১৯৭ কোটি টাকা। আর এ অর্থবছরের ৮ মাসে ২ হাজার ৫৪৯ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। রাজস্ব আদায়ে প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ১৫ শতাংশ।
সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয় এমন ১০টি আমদানি পণ্যের মধ্যে মোটরসাইকেল ছাড়া আর সব ধরনের পণ্যের আমদানি বেড়েছে। কাস্টম হাউসের হিসেবে জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে হাইস্পিড ডিজেল আমদানি হয়েছে ১৬ লাখ ২০ হাজার ৭৭২ মেট্রিক টন। গত অর্থবছরের এ সময়ের তুলনায় ডিজেল আমদানির পরিমাণ বেড়েছে ১৪ শতাংশ। চলতি অর্থবছরের ৭ মাসে ৫৪ লাখ ৫৯ হাজার ৮৫১ মেট্রিক টন সিমেন্ট ক্লিংকার আমদানি হয়। গত অর্থবছরের একই সময়ে সিমেন্ট ক্লিংকার আমদানির পরিমাণ ছিল ৫২ লাখ ৯৩ হাজার ৬৬৯ মেট্রিক টন। গত অর্থবছরের তুলনায় রিফাইন্ড পামঅয়েল আমদানির পরিমাণও বেড়েছে। অর্থবছরের প্রথম ৭ মাসে ৮ লাখ ৩৯ হাজার ৮৮৯ মেট্রিক টন পামঅয়েল আমদানি হয়। যা গত অর্থবছরের এ সময়ের তুলনায় ১৪ শতাংশ বেশি।
চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে ৭ হাজার ৭০৩টি মোটর কার আমদানি হয়। এ খাতে আমদানি বেড়েছে ৬০ শতাংশ। পেট্রোলিয়াম অয়েল আমদানি গত অর্থবছরের চেয়ে ৫১ শতাংশ বেড়েছে। ৭ মাসে ৯ লাখ ৪২ হাজার ৪৭৪ মেট্রিক টন পেট্রোলিয়াম অয়েল আমদানি হয়েছে। ক্রুড অয়েল আমদানির হার বেড়েছে ১৪ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে ৩ লাখ ৫০ হাজার ২৩২ মেট্রিক টন ক্রুড অয়েল আমদানি হয়।
গত অর্থবছরের এ সময়ে আমদানির পরিমাণ ছিল ৩ লাখ ৬ হাজার ৬৩১ মেট্রিক টন। আপেল আমদানির হার বেড়েছে ৫৭ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে ১ লাখ ১৭ হাজার ৫৪৪ মেট্রিক টন আপেল আমদানি হয়েছে। গত অর্থবছরের এ সময়ে আপেল আমদানির পরিমাণ ছিল ৭৪ হাজার ৮৪৩ মেট্রিক টন।
আমদানি বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রাম বন্দরে জাহাজ আগমনের হারও বাড়ছে। চলতি অর্থবছরের ৭ মাসে চট্টগ্রাম বন্দরে জাহাজ আগমনের হার বেড়েছে ১৪ শতাংশ। আর এসব জাহাজে আমদানি পণ্যের পরিমাণ বেড়েছে ২১ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে চট্টগ্রাম বন্দরে ৭১১টি কন্টেইনার জাহাজ ভিড়ে। গত বছরের এ সময়ে কন্টেইনার জাহাজের সংখ্যা ছিল ৬২৩টি। জাহাজের সংখ্যা বেড়েছে ৮৮টি।
চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে বাল্ক কার্গো জাহাজ এসেছে ৮৮৫টি। গত বছরের এ সময়ে এমন জাহাজের সংখ্যা ছিল ৭৯০টি। বাল্ক জাহাজ আগমনের সংখ্যা ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর এসব জাহাজে আমদানি পণ্যের পরিমাণ বেড়েছে ২৪ শতাংশ।
আমদানি বেড়ে যাওয়ায় চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব আদায়ও বাড়ছে। অর্থবছরের প্রথম ৮ মাসে ১৯ হাজার ৭৪৬ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। তবে তা লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ৩৩০ কোটি টাকা কম। চলতি অর্থবছরে ৩৩ হাজার ১২১ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়। লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে থাকলেও কাস্টম হাউসের রাজস্ব আদায়ের পরিমাণ গত অর্থবছরের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেড়েছে। গত অর্থবছরে ২৭ হাজার ২৪৪ কোটি টাকা রাজস্ব আদায় করে চট্টগ্রাম কাস্টম হাউস। তার আগের অর্থবছরে ২৩ হাজার ২৩৭ কোটি টাকা রাজস্ব আদায় হয়।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আমদানির সাথে বাড়ছে রাজস্ব
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ