Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিসরীয় যাত্রীবাহী বিমান ছিনতাই নাটক

প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : অভ্যন্তরীণ রুটের মিশরীয় যাত্রীবাহী একটি বিমান ছিনতাই নাটকের অবসান হয়েছে। ছিনতাই হওয়া বিমানটি থেকে যাত্রীদের নামার পর পাঁচ ক্রুকে নামতে দিয়েছে ছিনতাইকারী। সাইপ্রাসে অবতরণ করার পর দেশটির সরকার জানিয়েছে, ছিনতাইকারী সাইফ এদ্দিন মুস্তাফা একজন মানসিক বিকারগ্রস্ত ব্যক্তি। তিনি তার সাবেক স্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য এমনটি করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি কোনোভাবেই সন্ত্রাসবাদের সাথে সংশ্লিষ্ট নয় বলে সাইপ্রাস সরকার দাবি করেছে।
সাইপ্রাসের লারনাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছিনতাইকারীকে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী আটক করেছে বলে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। এর আগে গতকাল স্থানীয় সময় সকাল ৮টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টা) কায়রোর উদ্দেশ্যে আলেকজান্দ্রিয়া থেকে উড্ডয়ন করে এমএস১৮১ ফ্লাইটটি। এর কিছুপরই এটি ছিনতাইয়ের শিকার হয় বলে এয়ারলাইন্সটির এক মুখপাত্র জানিয়েছেন। ছিনতাইয়ের পর বোয়িং ৭৩৭-৮০০ সিরিজের এয়ারবাসটিকে ছিনতাইকারী সাইপ্রাসে অবতরণ করতে বাধ্য করে। দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী লারনাকায় অবস্থিত আন্তর্জাতিক বিমানবন্দরে এটি অবতরণ করে। এরপর কর্তৃপক্ষ ছিনতাইকারীর সঙ্গে আলোচনা শুরু করে। পরে প্লেনটিতে থাকা মিশরীয় নাগরিকদের নেমে যেতে দেওয়া হয়। মিশরের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ প্রথমে প্লেনটিতে ৮০ জন যাত্রী থাকার কথা বললেও পরে জানায়, এতে অন্তত ৫৫ জন যাত্রী ও সাতজন ক্রু রয়েছেন। আরও কিছুক্ষণ পর ক্রুয়ের সংখ্যা বলা হয় পাঁচজন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিসরীয় যাত্রীবাহী বিমান ছিনতাই নাটক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ