পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মুহাম্মদ আতিকুল্লাহ, গফরগাঁও থেকে : ভাষা শহীদ আবদুল জব্বারের ছেলে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাদলের হাতে সম্মাননা তুলে দিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ-১০(গফরগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল। উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ শামীম রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন (বাদল) , পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন ও ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের একান্ত সচিব মোহাম্মদ মাসুদ হোসেন সোহেল। এতে আরও বক্তব্য রাখেন ভাষা শহীদ আবদুল জব্বারের ছেলে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাদল, ভাষা সৈনিক মোঃ মকবুল হোসেন, ভাষা সৈনিক মোঃ আবদুল বাতেন ও গফরগাঁও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ আবদুল হালিম (মানিক ) ভাষা শহীদ আবদুল জব্বারের জন্মস্থান রাওনা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাহাবুল আলম প্রমুখ। গতকাল বুধবার সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার ভাষা শহীদ আবদুল জব্বারের জন্মস্থান জব্বার নগরে (সাবেক নাম পাচুঁয়া) গ্রামের বাড়িতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস / ২০১৮ উপলক্ষ্যে আলোচনা সভা ,সম্মাননা প্রদান, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয়। গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার ডাঃ শামীম রহমান জানান, প্রায় দশ মাস যাবত ভাষা শহীদ আবদুল জব্বারের জন্মস্থানে চাকুরী করে সকলের সহযোগিতায় পাচ্ছি ও নিজেকে গর্ববোধ মনে করছি। তবে প্রতি বছর সরকারী মূল কর্মসুচী ভাষা শহীদ আবদুল জব্বারের গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারই ধারাবাহিকতা এবারেও সকলের সহযোগিতায় ভালোভাবে অনুষ্ঠান করতে পেরেছি। আলোচনা সভায় প্রধান অতিথি ময়মনসিংহ-১০(গফরগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল এমপি বলেন , ভাষা শহীদ পরিবারের জন্য বর্তমান সরকার নানা ধরনের উন্নয়ন মুলক পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, ভাষার জন্য আন্দোলন করতে হয়েছে। যার জন্য আমরা আজ বাংলা ভাষা কথা বলতে পারি। বর্তমান সরকারের আমলে গফরগাঁও উপজেলায় বিভিন্ন ইউনিয়নে নানা উন্নয়নের কাজ পুরোদমে চলছে। গত বছর থেকে গফরগাঁও ডাকবাংলোর সবুজ চত্বরে খালি জায়গায় প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ৫শত আসন বিশিষ্ট অত্যাধুনিক অডিটরিয়াম। ইতিমধ্যেই কাজ পুরোদমে চলছে। চলতি বছরের মধ্যে নির্মাণ কাজ সমাপ্ত হবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া ভাষা শহীদ আবদুল জব্বারের বাড়িতে উপজেলার কেন্দ্রীয় মিনারে পুস্পতর্বক অর্পন করেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের এমপি ফাহমী গোলন্দাজ বাবেল , উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন (বাদল) ,পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন, গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার ডাঃ শামীম রহমান, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ , পৌরসভা , বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের হাজার হাজার শিক্ষার্থী , সর্বস্তরের জনতা। দিনব্যাপী কর্মসুচীর মধ্যে ছিল, ভোর ছয়টা প্রভাত ফেরীসহ সর্বস্তরের জনতার শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন। এর আগে মঙ্গলবার রাত ১২-০১ মিঃ একুশের প্রথম প্রহরে পুস্পস্তর্বক অর্পন করা হয় । দিন যতই যাচ্ছে ততই ভাষা শহীদ আবদুল জব্বারের বাড়িতে হাজার হাজার জনতার আগমণ বেড়েই চলছে । ২১শে ফেবুয়ারিকে কেন্দ্র করে এখানে জমে উঠেছে মেলাসহ নানান ধরনের উৎসবের আমেজ পরিলক্ষিত হচ্ছে। এদিকে গফরগাঁও বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ এমদাদুল হক (ইন্তুু মহাজন) ভাষা শহীদ আবদুল জব্বারের ¯œৃতি ধরে রাখার জন্য সরকারি সিন্ধান্ত মোতাবেক পাঁচুয়ার পরির্বতে “জব্বার নগর” নাম বাস্তবায়নের জন্য সরকারের প্রতি অনুরোধ জানান। সকালে গফরগাঁও উপজেলা হামদর্দ শাখার উদ্যোগে অসহায় ও দুঃস্থ্য রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসুচী উদ্ধোধন করেন ডাঃ মোঃ শামছুল হুদা। এসময় উপস্থিত ছিলেন হামর্দদ গফরগাঁও শাখার ম্যানেজার মোঃ আবদুল ওয়াদুদ ও হামর্দদের ডাঃ আরিফুল আজাদ প্রমুখ ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।