Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেনীতে অস্ত্রসহ আটক যুবলীগ নেতাকর্মীদের বিচার শুরু

প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ফেনী জেলা সংবাদদাতা : ফেনীতে অস্ত্রসহ আটক সরকারি দলের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দিয়েছে আদালত। গতকাল দুপুরে ফেনীর দায়রা জজ আদালতের বিচারক দেওয়ান মো. সফিউল্লাহ অভিযোগ গঠন করে আগামী ১১ মে সাক্ষ্য গ্রহণের তারিখ রেখেছেন বলে জানান পিপি হাফেজ আহম্মেদ।
মামলার বিবরণে জানা যায়, গত ৬ জুন রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুল এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে তিনটি মাইক্রোবাস থেকে ১৫টি বিদেশি আগ্নেয়াস্ত্র, ২২টি দেশি আগ্নেয়াস্ত্র এবং প্রায় দেড়শ’ রাউন্ড গুলিসহ যুবলীগের ২৬ নেতাকর্মীকে আটক করে। এ ঘটনায় র‌্যাবের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. ইব্রাহিম ৭ জুন ফেনী মডেল থানায় অস্ত্র আইনে মামলা করেন। অধিকতর তদন্ত শেষে গত বছরের ২৮ ডিসেম্বর অভিযোগপত্র দেন সিআইডির তদন্ত কর্মকর্তা গোলাম মোস্তফা। মামলাটি স্পর্শকাতর হওয়ায় আদালতের নির্দেশে সিআইডিতে হস্তান্তর করা হয়। ফেনী কারাগারে বিশৃঙ্খলার অভিযোগে গত ১৭ ডিসেম্বর এ মামলার ১৪ আসামিকে গাজীপুরের কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে। প্রসঙ্গত; এ মামলায় গ্রেপ্তার ২৬ আসামির মধ্যে ১৪ জন কাশিমপুর কারাগারে ও ১২ জন ফেনী কারাগারে রয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেনীতে অস্ত্রসহ আটক যুবলীগ নেতাকর্মীদের বিচার শুরু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ