পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষা শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপি।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় রাজধানীর আজিমপুর গোরস্থানে শহীদ শফিউর রহমান, শহীদ আবুল বরকত ও শহীদ আবদুল জব্বারের কবরে এ শ্রদ্ধা নিবেদন করে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব।
এসময় ওলামা দলের নেতা মাওলানা নেসারুল হক শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের নেতাকর্মীরা নিউমার্কেট এলাকা থেকে আজিমপুর গোরস্থানে যান। সেখানে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত শেষে বিএনপি নেতাকর্মীরা আজিমপুর মোড়, পলাশী হয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পাশ দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে রওনা হয়।
তাদের এ প্রভাত ফেরিতে কেন্দ্রীয় নেতাদের মধ্যে ফখরুল ছাড়াও রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, বরকতুল্লাহ বুলু, ইনাম আহমেদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, জয়নাল আবদিন ফারুক, হাবিবুর রহমান হাবিব, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় নেতা হেলেন জেরিন খান প্রমুখ।
এছাড়াও শ্রদ্ধা নিবেদনে রয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদলসহ প্রভৃতি সহযোগী সংগঠন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।