পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
৮ম জাতীয় মজুরি স্কেল, ২০১৫ ঘোষণা ও বাস্তবায়নসহ ১৯ দফা দাবিতে রাষ্ট্রায়ত্ত বিসিআইসি, ইস্পাত ও প্রকৌশল, চিনিকল, পাটকল ও এফআইডিসি ¤্রমিক কর্মচারি ফেডারেশনের ৮০ টি ট্রেড ইউনিয়ন সমন্বয়ে সেক্টর কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশন ১৯ দফা দাবী আদায়ে ১৯ থেকে ২২ ফেব্রæয়ারী পর্যন্ত প্রশাসনের সকল পর্যায়ে কর্মবিরতি পালনের কর্মসূচী ঘোষনা করে। লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, ৩ বছর পর রাজপথে অনেক আন্দোলন সংগ্রামের পর ২০১২ সনে ৭ম জাতীয় মজুরী স্কেল ঘোষণা করা হয়। ১ জুলাই’ ২০১৫ ইং তারিখ হতে ৮ম জাতীয় বেতন স্কেল কার্যকর করার ৯ মাস পরও জাতীয় মজুরী কমিশন গঠন না করায়, সমন্বয় পরিষদের নিয়মতান্ত্রিক আন্দোলন চলমান অবস্থায় সরকার জুলাই মাসে জাতীয় মজুরী ও উৎপাদনশীলতা কমিশন’ ২০১৫ গঠন করে। মার্চ’ ২০১৭ সালে কমিশন শ্রম প্রতিমন্ত্রী বরাবর রিপোর্ট পেশের ১০ মাস পরও জাতীয় মজুরী স্কেল’১৫ ঘোষণা করা হয়নি। নেতৃবৃন্দ বলেন, বর্তমানে সরকারী কাজে দৈনিক শ্রমিকের সর্বনি¤œ মজুরী ৪৫০/- টাকার বিপরীতে রাষ্ট্রায়ত্ব সেক্টরের স্থায়ী শ্রমিকদের দৈনিক ন্যূনতম মজুরি ১৫০/- টাকারও কম (মাসিক ন্যূনতম মজুরি ৪,১৫০/- টাকা হিসাবে)। তদুপরি, রাষ্ট্রায়ত্ব কারখানার শ্রমিকরা ৪র্থ শ্রেণির একজন কর্মচারীর তুলনায় অর্ধেক মজুরি পায় ( ৮২৫০ ঃ ৪১৫০) । তারা প্রশ্ন রাখেন, রাষ্ট্রায়ত্ত¡ শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের তুলনায় কর্মকর্তা কর্মচারীদের দুই/তিনগুণ বেশি বেতন ভাতা দেয়ার সময় প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতার প্রশ্ন ওঠে না, শুধু গরীব মেহনতী শ্রমিকদের মজুরী স্কেল ঘোষণার সময় কেন বার বার প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতার প্রশ্ন উঠবে ? কেন বার বার শ্রমিকরা অন্যায্য বৈষম্যের শিকার হবে ? নেতৃবৃন্দ বলেন, ২০১৫ সাল পর্যন্ত গার্মেন্টসসহ ২৮টি সেক্টরে ন্যূনতম মজুরী বাস্তবায়ন করা হয়েছে। তারা কর্মসূচী শুরুর আগেই ১৯ দফা মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। অন্যথায় ৩০ এপ্রিলের পর লাগাতার কর্মসূচী ঘোষণা করবেন বলে জানান। সভায় লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের আহবায়ক খান সিরাজুল ইসলাম এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন যুগ্ম আহবায়ক এম. কামাল উদ্দিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের যুগ্ম আহবায়ক, এটিএম ফজলুল হক, আবদুল কুদ্দুস, মোহাম্মদ আলী এবং পরিষদের সদস্য এস. এম. কামরুজ্জামান চুন্ন, শেখ নূরুল হাদী, আশরাফুজ্জামান (উজ্ঝল), সমন্বয় পরিষদের সদস্যগণ, বিভিন্ন ফেডারেশন ও ট্রেড ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও কর্মকর্তাবৃন্দ । - বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।