Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার মুক্তি দাবিতে সারাদেশে গণস্বাক্ষর অভিযান

| প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকাসহ সারাদেশে গণস্বাক্ষর অভিযান শুরু করেছে বিএনপি। গতকাল (শনিবার) সকাল ১১টায় নয়া পল্টনে দলীয় কার্যালয়ে স্বাক্ষর ফরমে সই করে এই কর্মসূচি উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ফরমে সই করেন।
খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত গণস্বাক্ষর সংগ্রহ অভিযান চলবে বলে জানান বিএনপি মহাসচিব। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাক্ষর নেওয়ার সময় উপস্থিত বিএনপি নেতা-কর্মীরা খালেদা জিয়ার মুক্তি দাবিতে ¯েøাগান দিচ্ছিলেন। অনুষ্ঠানে বিএনপি নেতাদের মধ্যে ছিলেন ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, আবদুস সালাম, গাজী মাযহারুল আনোয়ার, আবুল খায়ের ভুঁইয়া, আতাউর রহমান ঢালী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ, কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, আবদুস সালাম আজাদ, বেবী নাজনীন, শহীদুল ইসলাম বাবুল, তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, মীর নেওয়াজ আলী নেওয়াজ, আবদুল খালেক, আকম মোজাম্মেল হক, আখতারুজ্জামান, হারুনুর রশীদ, শাম্মী আখতার, রফিক শিকদার, বজলুল করীম চৌধুরী আবেদ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। উদ্বোধনের পরপরই ২০ দলীয় জোটের অন্যতম শরিক এলডিপির চেয়ারম্যান অলি আহমেদ ও সিনিয়র যুগ্ম মহাসচিব সাহাদাত হোসেন সেলিম, লেবার পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, অন্য অংশের মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী ও কেন্দ্রীয় নেতা মাহমুদ খান, ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মহিউদ্দিন ইকরাম বিএনপি চেয়ারপারসনের মুক্তি চেয়ে স্বাক্ষর করেন। কর্মসূচির সময় বিএনপি কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। জলকামানের গাড়িও রাখা ছিল কাছাকাছি স্থানে। গত ৮ ফেব্রæয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদন্ড দিয়ে কারাগারে নেওয়ার পর প্রথম দফায় দুদিন বিক্ষোভ করেছিল বিএনপি। দ্বিতীয় দফায় ১২ ফেব্রæয়ারি থেকে টানা তিন দিন মানববন্ধন, অবস্থান ও প্রতীকী অনশন কর্মসূচি পালন করে দলটি। এরপর গণস্বাক্ষর অভিযানের মধ্য দিয়ে আরও তিন দিনের কর্মসূচি শুরু হল। আজ সারাদেশে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেবে বিএনপি; ২০ ফেব্রæয়ারি ঢাকা মহানগরী বাদে জেলা-মহানগরে হবে বিক্ষোভ। এছাড়া আগামী ২২ ফেব্রæয়ারি ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়া পল্টনে কার্যালয়ের সামনে জনসভা করার জন্য মহানগর পুলিশের কাছে আবেদনও করেছে বিএনপি
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিএনপির উদ্যোগে নবীনগর বড় বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সম্মুখে গণস্বাক্ষর কর্মসূচিতে স্বাক্ষরের মাধ্যমে উদ্বোধন করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক রাজিব আহসান চৌধুরী পাপপু। এই কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখেন যথাক্রমে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মলাই মিয়া, যুগ্ম-সম্পাদক উবাইদুল হক লিটন, জেলা বিএনপির সদস্য হাজী মো: শাহ আলম, উপজেলা দপ্তর সম্পাদক মো: হুমায়ন কবির, সাবেক প্রচার সম্পাদক আব্দুস সাত্তার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ হোসেন রাজু, যুগ্ম আহŸায়ক যথাক্রমে আসাদুজ্জামান দুলাল, হাবিবুর রহমান হেলাল, হাসিবুল হাদিস শাহিন, উপজেলা ছাত্রদল সভাপতি রাশেদুল হক কাজী সুমন, ছাত্রদল সাবেক সভাপতি আমির হোসেন বাবুল, সাবেক স্বেচ্ছাসেবক দল সভাপতি শাহনুর আলমগীর প্রমুখ।
অনলাইনেও বিএনপির গণস্বাক্ষর কর্মসূচি
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনলাইনে শুরু হয়েছে গণস্বাক্ষর কর্মসূচি। খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে সারা দেশব্যাপী চলবে এ কর্মসূচি। খালেদা জিয়া কারামুক্ত না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব জানান অনলাইনে http://www.bnpbangladesh.com/free-khaleda-zia/এই লিংকে গিয়ে স্বাক্ষর করা যাবে। এ ছাড়া বিএনপির ‘অফিসিয়াল’ ওয়েবসাইটbnpBangladesh.com এ ‘খালেদা জিয়াকে মুক্ত কর’ নামে নতুন সেকশন যোগ করা হয়েছে। সেখানে ‘আমি খালেদা জিয়ার মুক্তি চাই’ এবং#freeKhaledaZia #freeBKZ #PeacefulProtestBD এই তিনটি হ্যাশট্যাগ ও খালেদা জিয়ার একটি ছবি দিয়ে ব্যানার ইমেজ দেওয়া আছে। এরপর নাম ও ঠিকানা ব্যবহার করে স্বাক্ষর করার ব্যবস্থা রয়েছে। স্বাক্ষরের পর লেখা দেখাচ্ছে ‘আমি অনতিবিলম্বে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই।’ চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বলেন, ‘দলের অফিশিয়াল ওয়েবসাইটে (bnpbangladesh.com) “খালেদা জিয়াকে মুক্ত কর” নামে নতুন সেকশন তৈরি করা হয়েছে। তিনি জানান, সেকশনে ‘আমি খালেদা জিয়ার মুক্তি চাই’ এবং#freeKhaledaZia, #freeBKZ, #PeacefulProtestBD – এই তিনটি হ্যাশট্যাগ ও বেগম জিয়ার একটি ছবি দিয়ে ব্যানার ইমেজ দেওয়া আছে। এরপর নাম ও ঠিকানা ব্যবহার করে স্বাক্ষর করার ব্যবস্থা রয়েছে।
চট্টগ্রাম ব্যুরো জানায়, গতকাল (শনিবার) নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খোন্দকার। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ান। গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দল নেতা এ এম নাজিম উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, চবি শিক্ষক ড. সিদ্দিক আহমদ চৌধুরী, , নগর বিএনপির সহ-সভাপতি এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা প্রমুখ। চট্টগ্রাম বিএনপি নেতৃবৃন্দ জানান, তিনদিনে অন্তত ১০ লাখ মানুষের স্বাক্ষর সংগ্রহের টার্গেট রয়েছে।
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহীতে মহানগর বিএনপি সকালে নগরীর মালোপাড়াস্থ দলীয় কার্যালয়ের নীচে কর্মসুচি শুরু হয়। এখানেও ছিল পুলিশের কড়া প্রহরা। এসময় উপস্থিত ছিলেন রাসিকের সাবেক মেয়র ও খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সিটি মেয়র ও মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, যুবদল সভাপতি আবুল কালাম আজাদ সুইট, জেলা যুবদল সম্পাদক শফিকুল ইসলাম সমাপ্ত প্রমুখ।
বগুড়া ব্যুরো জানায়, কেন্দ্রীয় কর্মসুচী অনুযায়ী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গতকাল শনিবার গণ স্বাক্ষর গ্রহণ কর্মসুচীর উদ্ধোধন করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম
নওগাঁ জেলা সংবাদদাতা জানান, নওগাঁয় দুপুরে কেড়ির মোড় বিএনপির দলীয় কর্যালয়ে গণ স্বাক্ষর গ্রহণ কর্মসুচীর উদ্বোধন করা হয়। এসময় অন্যান্যের মধ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা লেঃ কর্ণেল (অব.) আব্দুল লতিফ খান, জেলা বিএনপির সভাপতি নজমুল হক সনি, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সহ-সভাপতি কে,সি বদরুল আলম নয়নসহ প্রমুখ।
ফরিদপুর জেলা সংবাদদাতা জানান, ফরিদপুরে ও ভাঙ্গা উপজেলায় গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে। ফরিদপুরে শনিবার সকালে শহরে গণস্বাক্ষর উদ্বোধন করেন ফরিদপুর জেলা বিএনপির জহিরুল হক শাহ্জাদা মিয়া। অপরদিকে ভাঙ্গা উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙ্গা উপজেলা বিপ্লবী সভাপতি শিল্পপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের নেতৃত্বে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে৷ এসময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মুন্সী হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আইয়ুব মোল্লা, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ওয়াদুদ মিয়াসহ স্থানীয় নেতা কর্মীবৃন্দ।
ল²ীপুর সংবাদদাতা জানান, কেন্দ্রীয় বিএনপির সহ-সমাজকল্যান সম্পাদক ও জেলা বিএনপির সাধারন সম্পাদক সাহাবুদ্দিন সাবুর নেতৃত্বে শহরের উত্তর তেমুহনীর নিজ বাসভবনে বিএনপির একটি গ্রæপ গণ স্বাক্ষর কর্মসূচি পালন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি ছায়েদুর রহমান ছুট্টুসহ প্রমুখ। অপরদিকে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য এ্যাড. সৈয়দ শাসছুল ইসলামের নেতৃত্বে বিএনপি গণ স্বাক্ষর কর্মসুচি পালন করে। এসময় জেলা বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূইঁয়াসহ অপর গ্রæপের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, নারায়ণগঞ্জে গণস্বাক্ষর কর্মস‚চী পালিত হয়েছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের তত্ত¡াবধায়নে এতে জেলা বিএনপি, মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দলের নেতাকর্মী ও আইনজীবী নেতারা উপস্থিত ছিলেন।
নাটোর জেলা সংবাদদাতা জানান, নাটোরের সিংড়ায় দলীয় নেতাকর্মী, পেশাজীবি ও সাধারণ মানুষের কাছ থেকে গণস্বাক্ষর গ্রহণ করেছে উপজেলা ও পৌর বিএনপি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি এড. মজিবুর রহমান মন্টু, পৌর সভাপতি দাউদার মাহমুদ, উপজেলা সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান শামীম হোসেন, সহ-সভাপতি শাহাদত হোসেন,ফয়জুন নেছা পুতুল, যুগ্ম সম্পাদক ইবরাহিম খলিল ফটিক. প্রমুখ।
নেত্রকোনা জেলা সংবাদদাতা জানান, নেত্রকোনা জেলা বিএনপির উদ্যোগে । জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ড্যাব নেতা অধ্যাপক ডাঃ আনোয়ারুল হকের পরিচালনায় গণ স্বাক্ষর অভিযান সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নূরুজ্জামান নুরু, সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল ওয়াহাব ভূঁইয়া প্রমুখ।
মেহেরপুর জেলা সংবাদদাতা জানান, মেহেরপুর জেলা বিএনপি আনুষ্ঠানিকভাবে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করেছে। জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচীর উদ্বোধন ঘোষণা করে। কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান ও পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ রুমাসহ প্রমুখ
মাদারীপুর জেলা সংবাদদাতা জানান, পুরান বাজার দলীয় কার্যালয়ে এক গণস্বাক্ষরতা কমূসূচি পালিত হয়। বিএনপিসাধারণ সম্পাদক জাহান্দার আলী জাহান পৌর বিএনপির সভাপতি এডভোকেট শরীফ সাইফুল কবীর, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ জামিনুর হোসেন মিঠু, মাদারীপুর জেলা আইনজীবী সাধারণ সম্পাদক এ্যাডঃ রেজাউল করিমসহ কর্মসুচীতে বক্তব্য রাখেন ।
মাগুরা জেলা সংবাদদাতা জানান, মাগুরা জেলা বিএনপি দুটি অংশ পৃথক পৃথক ভাবে গণ স্বাক্ষর কর্মসুচি পালন করে। এ সময় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ মোকদ্দেস আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আহসান হাবীব কিশোর, শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুল আলম, সদর উপজেলা সভাপতি মিহির কান্তি বিশ্বাস, সাধারণ সম্পাদক সৈয়দ রফিকুল ইসলাম তুষার প্রমুখ । অপরদিকে জেলা জজ কোর্টের সামনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আক্তার হোসেনের সভাপতিত্বে গণ স্বাক্ষর কর্মসুচিতে বক্তব্য রাখেন, অ্যাড. শাহেদ হাসান টগর, হাসান ইমাম সুজা, অ্যাড. সাখাওয়াত হোসেন, ফারুক আহমেদ বাবুল প্রমুখ।
গাজীপুর জেলা সংবাদদাতা জানান, গাজীপুরে গণস্বাক্ষর অভিযান অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ি রুটের জেলা বিএনপি কার্যালয় ও চান্দনা চৌরাস্তায় এ কর্মসূচি পালন করা হয়। গণস্বাক্ষর অভিযান কর্মসূচিতে জেলা বিএনপিসাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুলের নেতৃত্বে নগরীর চান্দনা চৌরাস্তায় উপস্থিত ছিলেন, শাহ রিয়াজুল হান্নান, সাখাওয়াত হোসেন সেলিম, প্রমুখ। অপর দিকে শহরের রাজবাড়ি রুটের জেলা বিএনপি কার্যালয়ে গণসাক্ষর কর্মসুচিতে অংশ গ্রহণ করেন গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শিল্পপতি মো: সোহরাব উদ্দিন, যুগ্ম সম্পাদক কাজী মাহবুব উল হক গোলাপ, গাজীপুর বারের সাবেক সভাপতি ড. এড. শহিদুজ্জামানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, ছাতকে গণস্বাক্ষর কর্মসুচি পালন করেছে বিএনপি। উপজেলার ছাতক ট্রাফিক পয়েন্ট, গোবিন্দগঞ্জ, দোলারবাজার, জাউয়াবাজারসহ ১০টি পয়েন্টে গণস্বাক্ষর কর্মসুচী পালন করা। গণস্বাক্ষর কর্মসুচীতে অংশ গ্রহন করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমানসহ প্রমুখ।
ইসলামপুর(জামালপুর) থেকে উপজেলা সংবাদদাতা জানান, জামালপুরের ইসলামপুরে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন গণস্বাক্ষরতা কর্মসূচী পালন করেছে। গণস্বাক্ষরতা কর্মসূচী উদ্ধোধনী বক্তব্যে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক -দলীয় নেতা কর্মীদের বিভিন্ন দলে ভাগ হয়ে গণস্বাক্ষর নিতে উপজেলার বিভিন্ন গ্রামে মহল্লায় যাওয়ার নির্দেশ দেন ।
নাঙ্গলকোট(কুমিল্লা) উপজেলা সংবাদদাতা জানান, নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে গতকাল শনিবার উপজেলা বিএনপি কার্যালয়ে গণস্বাক্ষর কর্মসূচী পালিত হয়। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক একেএম নুরুল আফছার নয়ন, বিএনপি নেতা রফিকুল ইসলাম, নাঙ্গলকোট উপজেলা যুবদল সভাপতি মনিরুল ইসলাম, প্রমুখ।
ফুলপুর (ময়মনসিংহ)উপজেলা সংবাদদাতা জানান, ময়মনসিংহের ফুলপুরে গণস্বাক্ষর কর্মসূচী পালিত হয়েছে। গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা (উঃ) বিএনপি’র যুগ্ম আহবায়ক ফুলপুর উপজেলা চেয়ারম্যান এড. আবুল বাসার আকন্দ। এ সময় উপস্থিত ছিলেন, ফুলপুর পৌর কৃষকদলের সভাপতি প্যানেল মেয়র মোঃ হুমায়ুন কবীর মিলনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



 

Show all comments
  • আরিফ ১৮ ফেব্রুয়ারি, ২০১৮, ৩:০৯ এএম says : 0
    ভালো উদ্যোগ
    Total Reply(0) Reply
  • তানভীর মোকাম্মেল ১৮ ফেব্রুয়ারি, ২০১৮, ৩:১০ এএম says : 0
    বিএনপির এবারকার কর্মসূচিগুলোকে সাধুবাদ জানাই।
    Total Reply(0) Reply
  • রশিদ ১৮ ফেব্রুয়ারি, ২০১৮, ৩:১০ এএম says : 0
    সত্যের জয় একদিন না একদিন হবেই হবে।
    Total Reply(0) Reply
  • রশিদ ১৮ ফেব্রুয়ারি, ২০১৮, ৩:১১ এএম says : 0
    সত্যের জয় একদিন না একদিন হবেই হবে।
    Total Reply(0) Reply
  • MOHEMMED ALAM ১৮ ফেব্রুয়ারি, ২০১৮, ৫:০৯ এএম says : 0
    DONT GIVE CHANCE .... ...... ARREST PEOPLE . GREAT .
    Total Reply(0) Reply
  • Afzal ১৮ ফেব্রুয়ারি, ২০১৮, ৫:২২ এএম says : 0
    Why gono shakkhor . ......................
    Total Reply(0) Reply
  • Mohammed Shah Alam Khan ১৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:২০ এএম says : 0
    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করেছেন এখন দেখার বিষয় এই গণস্বাক্ষর কতদূর পর্যন্ত অগ্রসর হয়। যদি কোনক্রমে এই গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি বাস্তবায়িত মানে কোটি কোটি লোকের স্বাক্ষর সংগ্রহ করতে ব্যার্থ হয় তাহলে আওয়ামী লীগ আরো শক্তিশালী দল হিসাবে চিহ্নিত হবে। সাথে সাথে বিএনপি অবস্থা এখন যা আছে সেটাও থাকবে না। এই কর্মসূচির সাথে বিএনপির ভবেষত জড়িত বলে সবার ধারনা। দেখাযাক বিএনপি তাদের কর্মসূচীকে কতটা স্বার্থক করতে পারে......... এমনিতেই মানুষ বিএনপির কথায় আগেরমত করে ডাক দেলেই ঝাঁপিয়ে পড়েনা তারা পর্যাবেক্ষন করে সিদ্ধান্ত নেই তাই আজকাল বিএনপির কর্মসূচিতে দলীয় লোক এবং ভাড়া করা লোক ছাড়া সাধারন লোক দেখা যায়না। এভাবে বিএনপি আন্দলোন করতে থাকলে তাদের উদ্দেশ্য কতটা সফল হবে সেটাই এখন জনমনে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। পরিশেষ এটা বলা যায় যে, তাদের এই উদ্দেশ্য সফল হবে কিনা এটাও সন্দেহের খাতায় লিখা হয়েছ।
    Total Reply(0) Reply
  • মোঃনুরইসলাম ১৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:৫১ পিএম says : 0
    আমি খালেদা জিয়ার মুক্তি চাই
    Total Reply(0) Reply
  • মো আতায়ে রাব্বি ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:৩৭ পিএম says : 0
    আমরা সবাই মানুষ,, মানুষ মানুষের উপর এত জুলুম করে তা দেখি নাই আর কনো দেশে। আল্লাহ সকল জালিম ও জুলুম এর বিছার করবেই। আমিন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ