পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাব ডেস্ক : আজানের জন্য ভাষণে বিরতি দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন উপলক্ষে গতকাল পশ্চিমবঙ্গে এক নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার সময় পার্শ¦বর্তী একটি মসজিদে আজান শুরু হলে তিনি কিছুক্ষণের জন্য তার ভাষণ বন্ধ করে দেন। নির্বাচনে নিজের দলের পক্ষে মুসলমানদের ভোট টানতে তিনি এ কাজ করেছেন বলে ধারণা করা হচ্ছে।
পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও সিপিআই (এম) কংগ্রেস জোটের বিরুদ্ধে নির্বাচনী লড়াই শুরু করেছেন মোদি। তিনি গতকাল পশ্চিমবঙ্গের বিএনআর ময়দানে এক নির্বাচনী জনসভায় ভাষণ দিচ্ছিলেন। ময়দানের কাছেই ছিল গোলবাড়ি মসজিদ। মোদি ভাষণ দেওয়ার সময় ওই মসজিদ থেকে আজান শুরু হলে তিনি তাৎক্ষণিকভাবে বক্তৃতা দেওয়া বন্ধ করে দেন। আজান শেষ হলে তিনি পুনরায় বক্তৃতা দেওয়া শুরু করেন। তিনি বলেন, ‘এটা আমাদের পরম্পরা (ঐতিহ্য)। আমাদের অবশ্যই সব ধর্ম এবং তাদের রীতিনীতি ও প্রথাকে শ্রদ্ধা করতে হবে।’ মোদি বলেন, ‘আমাদের অবশ্যই শ্রদ্ধা করতে হবে যাতে ভারতের ঐক্য বজায় থাকে।’
আজান শেষ হওয়ার পর মোদি আরও ২০ মিনিট জনসভায় ভাষণ দেন। জনসভায় ব্যাপক লোক সমাগম হয়। চার মুসল্লি খড়গপুর শহরের আফতাব ও শেখ ফেরদৌস এবং মেদিনীপুরের ইমতিয়াজ আলী ও আমির খান সব ধর্মের প্রতি ‘সম্মান’ প্রদর্শনের জন্য মোদির প্রশংসা করেন। সূত্র : এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।