Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৃহস্পতিবার আপিল করতে পারছেন না বেগম খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৮, ৫:৫১ পিএম

রায়ের অনুলিপি বুধবার না পাওয়ায় বৃহস্পতিবার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিল করা সম্ভব হচ্ছে না বলে জানা গেছে। সংশ্লিষ্ট আদালত সূত্র জানায়, বুধবার অনুলিপি প্রস্তুত করা সম্ভব হয়নি। তাই এদিন আর অনুলিপি দেওয়া সম্ভব হচ্ছে না।

এ সম্পর্কে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, বুধবার ৪টার মধ্যে অনুলিপি দেওয়ার কথা ছিল। কিন্তু কিছু সময় আগে জানতে পারলাম, দিতে পারবে না। বৃহস্পতিবার দুপুরের মধ্যে অনুলিপি পেলে হয়তো বৃহস্পতিবার আপিল করা সম্ভব হবে।

জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের মামলায় ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামান গত ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান। রায় ঘোষণার পর ওই দিনই খালেদা জিয়ার পক্ষে রায়ের অনুলিপি চেয়ে আবেদন করা হয়। এরপর গত সোমবার অনুলিপির জন্য ৩ হাজার পৃষ্ঠার কোর্টফোলিও আদালতে দাখিল করেন খালেদা জিয়ার আইনজীবীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ