Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা ও রাজশাহীতে নতুন বিভাগীয় কমিশনার

প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ঢাকা ও রাজশাহীতে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দেয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সোমবার এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়। রাজশাহীর বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন আহমেদকে ঢাকা বিভাগে বদলি করা হয়েছে। অপরদিকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: আবদুল হান্নান রাজশাহীর বিভাগীয় কমিশনার নিয়োগ পেয়েছেন। গত ১৪ মার্চ ঢাকার বিভাগীয় কমিশনার মো: জিল্লার রহমানকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় প্রাইভেটাইজেশন কমিশনের ভারপ্রাপ্ত সদস্য নিয়োগ দেয়া হয়। এ জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগের বিভাগীয় কমিশনারের পদটি খালি হয়। বিভাগীয় কমিশনার বিভাগীয় প্রশাসনের মূল নিয়ন্ত্রক। বিভাগীয় কমিশনারের যোগ্যতা যুগ্ম সচিব হলেও এক ধাপ ওপরের কর্মকর্তা অতিরিক্ত সচিবদের এ পদে পদায়ন করা রীতিতে পরিণত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢাকা ও রাজশাহীতে নতুন বিভাগীয় কমিশনার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ