পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ইনকিলাব ডেস্ক : লিবরা ইনফিউশনস লিমিটেড গতকাল সোমবার টপটেন গেইনারের নেতৃত্বে রয়েছে। এইদিন কোম্পানির শেয়ারটির দর বেড়েছে ৩৮ টাকা ৪ পয়সা বা ৭ দশমিক ৫০ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ারটি গতকাল সর্বশেষ লেনদেন হয় ৫৫০ টাকা ৫০ পয়সা দরে। এদিন কোম্পানির ৩০ হাজার ৪০৯টি শেয়ার ৬৩৩ বারে লেনদেন হয়। গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ণ লুব্রিকেন্টস। গতকাল কোম্পানির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ৬৪ টাকা ৩ পয়সা বা ৭ দশমিক ৪৯ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ৯২২ টাকা ৩০ পয়সা দরে। আজ কোম্পানির ২১ হাজার ১৫৫টি শেয়ার ৫৩০ বারে লেনদেন হয়। তালিকার তৃতীয় স্থানে থাকা ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ইউনিট দর বেড়েছে দশমিক ৩ পয়সা বা ৫ দশমিক ২৬ শতাংশ। এছাড়া গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জেমিনি সি ফুড, ন্যাশনাল টি কোম্পানি, ইউনাইটেড ইন্স্যুরেন্স, এ্যাপেক্স ফুডস, আইটিসি, জাহিন স্পিনিং লিমিটেড এবং ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।