Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

দ্য এশিয়ান এইজের সম্পাদকীয় : খালেদাকে নির্বাচনের বাইরে রাখা হলে পরিস্থিতি বিস্ফোরণোন্মুখ থাকবে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৮, ১:৪৬ পিএম

এ বছর ডিসেম্বরে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। যদি সেই নির্বাচন থেকে বাইরে রাখা হয় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে (৭২) তাহলে পরিস্থিতি বর্তমানের মতো বিস্ফোরণোন্মুখ থাকতে পারে। এতে বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে। অনলাইন দ্য এশিয়ান এইজ-এর এক সম্পাদকীয়তে এসব কথা বলা হয়েছে। ‘ট্রাবল ইন বাংলাদেশ’ শীর্ষক ওই সম্পাদকীয়তে আরো বলা হয়েছে, বাংলাদেশে বড় দুই দল ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপির মধ্যে বিরোধ অনেক গভীরের। দল দুটি আদর্শগতভাবে একে অন্যের ঘোর বিরোধী।
বিএনপি ডানপন্থী। অভিযোগ আছে তাদের সঙ্গে পাকিস্তানের যোগসূত্র আছে। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগকে দেখা হয় অধিক উদার ও ভারতপন্থি হিসেবে। ২০১৪ সালে দেশে জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি। তারপর থেকেই সঙ্কট তীব্র থেকে তীব্র হচ্ছে। নানা রকম ঘটনা দেখা দিয়েছে। এর মধ্যে কলহপ্রবণ অনেক ঘটনা আছে। এর মধ্যে আছে সন্ত্রাস। আছে বিদেশীদের মাঝে মাঝে টার্গেট করা। বর্তমানে খালেদা জিয়ার ছেলে তারেক রহমান লন্ডনে বসবাস করছেন। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ১০ বছরের জেল দেয়া হয়েছে তাকে। এখন দৃশ্যত, বিএনপির যে অভিযোগ- দলটিকে রাজনীতি থেকে আউট করে দেয়ার চেষ্টা করছে সরকার। তাদের এই অভিযোগ গুরুত্বর। বিএনপিতে এখন ‘কমান্ড স্ট্রাকচার’ বা সাংগঠনিক কমান্ড নেই, যার বলে তারা প্রাসঙ্গিক রাজনীতিতে টিকে থাকবে। ওই সম্পাদকীয়তে আরো বলা হয়েছে, বিরোধী দল বিএনপির নেত্রী খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান ও অন্যদের ওই মামলায় জেল দেয়া হয়েছে। বিএনপির নেতাকর্মীদের প্রতিবাদ বিক্ষোভ দমিয়ে রাখায় ব্যস্ত প্রশাসন। বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া। ১৯৯১ সালে দেশে প্রথম গণতান্ত্রিক নির্বাচন হয়। সেই নির্বাচনে খালেদা প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তারপর তিনি দু’দফায় ক্ষমতায় ছিলেন। তবে তিনি দীর্ঘ দিনের বিরোধী বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর নেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ক্ষমতার পালাবদলের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন। তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আনা হয়েছে। খালেদা জিয়া নিজেকে নির্দোষ দাবি করেছেন। তার বিরুদ্ধে অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এমন দাবি করা হচ্ছে। তাকে ঢাকার একটি বিশেষ আদালত ৫ বছরের কঠোর জেল দিয়েছে। তবে ৪৭ বছরের বাংলাদেশে শীর্ষ স্থানীয় দুটি রাজনৈতিক দলের মধ্যে সংঘাতের বিষয়ে আমরা যতদূর শুনতে পেয়েছি সম্ভবত বাংলাদেশে এটা তার শেষ নয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ