Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে -বেগম খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৮, ৫:৫৩ পিএম | আপডেট : ৭:৪৭ পিএম, ৭ ফেব্রুয়ারি, ২০১৮

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘দেশে মানুষের কথা বলার অধিকার নেই। ১০ টাকা দরে চাল খাওয়ানোর ধোঁকা দিয়ে এখন মোটা চালের দাম করা হয়েছে ৫০ টাকা। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সব পণ্যের দাম। এই দুঃসহ অবস্থা থেকে বাংলাদেশের মানুষ মুক্তি চায়। তাদের অধিকার তারা ফিরে পেতে চায়। তারা আমাদের দিকে তাকিয়ে আছে।’

বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকালে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন খালেদা জিয়া।

খালেদা জিয় বলেন, সরকার যতই হুঙ্কার দিক, তাদের নৈতিক কোনও ভিত্তি নেই। ‘নৈতিক দিক থেকে এই সরকার অবৈধ। এই সরকার যতই হুঙ্কার দিক, তাদের কোনও নৈতিক সাহস ও মনোবল নেই।’

সংবাদ সম্মেলনে খালেদা জিয়া বলেন, ‘সংসদে প্রকৃত বিরোধী দল নেই। শাসকদের কোথাও কোনও জবাবদিহিতা নেই। সশস্ত্র বাহিনী সম্পর্কে বৈরী প্রচারণা চালানো হচ্ছে। হীন পন্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে জনগণের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে। সব প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘জনগণের সেই আশা-আকাঙ্ক্ষার প্রতিফলনের জন্য গণতন্ত্রের জন্য সংগ্রাম শুরু করি। সেই সংগ্রামে দুঃসহ বন্দি জীবন কাটাচ্ছে অগণিত নেতাকর্মী, অসংখ্য মানুষ। হামলা-মামলার শিকার হচ্ছে।’

khaleda-pressখালেদা জিয়া বলেন, ‘এই রক্তপিপাসু শাসকদের হাত থেকে গণতন্ত্র রক্ষ সহজসাধ্য কাজ না। জনগণ পরাজিত হবে না। যে কলঙ্কের ইতিহাস তারা রচনা করেছে, তার ছাপ চিরস্থায়ী হয়ে থাকবে।’

এর আগে, বিকাল ৫টা ৬ মিনিটে সংবাদ সম্মেলনে উপস্থিত হন খালেদা জিয়া। দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সংবাদ সম্মেলন সঞ্চালনা করছেন।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন প্রমুখ উপস্থিত আছেন।



 

Show all comments
  • ৭ ফেব্রুয়ারি, ২০১৮, ৬:০০ পিএম says : 0
    I am hungry, who's give me food ,democracy or development ?
    Total Reply(0) Reply
  • গনতন্ত্র ৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:৩৬ পিএম says : 0
    দেশের জনগন স্বস্তি চায়, শান্তি চায় । র্দুনিতীমুক্ত, গুম, খুন মুক্ত ও বাঁক স্বাধীনতা সহ প্রকৃত গণতান্ত্রিক দেশ হিসেবে নিজের দেশকে দেখতে চায়।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ