পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : সবার চোখ এখন ৮ ফেব্রæয়ারির দিকে। আগামীকাল জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায় ঘোষণা করবে বকশিবাজারে স্থাপিত অস্থায়ী আদালত। দিনটিকে কেন্দ্র করে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গণ। রায়ের দিন রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওইদিন রাজধানীতে সকল ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সকল পর্যায়ের নেতাদের সাথে বৈঠক করে দলের পক্ষ থেকে নির্দেশনা দিয়ে দিয়েছেন দলীয় প্রধান। এরই মধ্যে একদিন আগে আজ বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন খালেদা জিয়া। বিকেল ৫টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন তিনি। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রীর এই সংবাদ সম্মেলনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই সংবাদ সম্মেলনে তিনি দলের নেতাকর্মীসহ দেশের মানুষের জন্য বার্তা দিবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
বিএনপি সূত্রে জানা যায়, ভিত্তিহীন ও অসত্য মামলায় আগামীকাল তাদের দলের প্রধানের রায় ঘোষণা করবে আদালত। এর আগে দলীয় প্রধানের সংবাদ সম্মেলনে চলমান পরিস্থিতি মোকাবেলায় করণীয়, আন্দোলন সংগ্রামের কৌশল, আন্দোলনের কর্মসূচিসহ বেশ কিছু বিষয়ে স্পষ্ট করে জানিয়ে দিবেন বলে মনে করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।