Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

কাল সিলেট যাবেন খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের পর এবার সিলেট যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামীকাল সোমবার সিলেটের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি। সেখানে হয়রত শাহজালাল (রহ.) এবং হযরত শাহ পরান (রহ.) এর মাজার জিয়ারত করবেন তিনি। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বৈঠক শেষে দলের ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু ও মীর নাসির সাংবাদিকদের বলেন, আগামী ৫ ফেব্রুয়ারি সকালে সড়ক পথে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সিলেট যাবেন হযরত শাহ জালাল (রহ.) ও হযরত শাহ পরান (রহ.) মাজার জিয়ারত করতে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপাতত ৫ তারিখই ঠিক করা হয়েছে। তবে চূড়ান্ত বলা যাবে না। আলোচনা হচ্ছে ৫ তারিখও হতে পারে পেছাতেও পারে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, সড়পথে দেশনেত্রী সিলেট যাওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। এর আগে গত ৩১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ১ ফেব্রুয়ারি জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ সিলেটে হয়রত শাহ জালাল (রহ.) মাজার জিয়ারত করে নির্বাচনী জনসভার মাধ্যমে প্রচারনা আনুষ্ঠানিকভাবে শুরু করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ