পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সিলেট যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে গুলশানের কার্যালয় থেকে তিনি গাড়ি বহর নিয়ে সড়ক পথে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হবেন। তার সাথে থাকবেন কেন্দ্রীয় শতাধিক নেতা।
শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট জেলা ও নগর বিএনপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সিলেট মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম জানান, বেগম খালেদা জিয়া সড়ক পথে সোমবার বিকেলে সিলেট এসে পৗঁছবেন। প্রথমেই তিনি হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারত করবেন। রাতে সিলেট অবস্থান করবেন । পরদিন ভোরে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন। ঢাকা থেকে সিলেট আসার পথে কয়েকটি পথসভায় বক্তৃতাও করবেন।
বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত ও সফরকে সফল করার জন্য বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।
উল্লেখ্য, আওয়ামী লীগের পক্ষে আনুষ্ঠানিকভাবে প্রাক-নির্বাচনী প্রচারে গত ৩০ জানুয়ারি সিলেট সফর করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ১ ফেব্রুয়ারি সিলেট সফরের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।