Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জমেছে মেলা, জেগেছে প্রাণ

| প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

এহসান আব্দুল্লাহ : বইমেলার দ্বিতীয় দিন গতকাল শুক্রবার ছুটির দিন থাকায় মেলাকে ঘিরে প্রাণ জেগেছে উৎসুক বইপ্রেমীদের। সকাল ১১টা থেকেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভীড়ে জমে উঠেছিল মেলা প্রাঙ্গণ। সকলেই আগ্রহ সহকারে ঘুরে ঘুরে দেখছিলেন বিভিন্ন স্টল। তরুণদের মাঝে ছিল নতুন বই খোজার উদ্দীপনা। তবে বরাবরের মতোই সকলের মাঝেই ছিল পরিচিত স্টল গুলোর দিকে ঝুকে থাকার প্রবণতা। অন্যপ্রকাশ, অনন্যা, ভাষা প্রকাশ, ঐতিহ্য, কাকলী, মাওলা ব্রাদার্স, প্রথমা, অবসরের মতো স্টলগুলোতে ভীড় ছিল অন্যগুলোর তুলনায় বেশি। বাংলা একাডেমির স্টলেও ছিল বইপ্রেমীদের ভীড়।
অন্যদিকে গতকাল মেলায় অনুষ্ঠিত হলো প্রথম শিশুপ্রহর। তাই মেলাকে ঘিরে শিশুদের মাঝেও ছিল উৎসবের আমেজ। শিশু কর্ণারে রংবেরং এর বাহারি সাজসজ্জা ও সিসিমপুরের কার্টুন চরিত্রই বেশি আকর্ষিত করেছে শিশুদের। সিসিমপুরের হালুম, ইকরি, টুকটুকিকে ঘিরেই চলছিল শিশুদের নানা আনন্দ আর দুষ্টুমির মহড়া। এইসব আয়োজন ছাড়াও নানা রংয়ের শিশুতোষ বইয়ের মাঝে রঙ্গিন কমিক্স সম্বলিত কার্টুনের বই তাদের পছন্দের বলে জানান অনেক শিশু।
কথা হচ্ছিল মোহাম্মদপুর ল্যাবরেটরী স্কুলের ছাত্র তাহসিন আফনানের সাথে। সে তার মায়ের সাথে বইমেলায় ঘুরতে এসেছিল। সে বলে, ‘আমার ভুতের বই আর কার্টুনের বই খুব ভালো লাগে’। ভুতের বই পড়তে ভয় লাগে কিনা এমন প্রশ্নের জবাবে সে জানায় ‘ভুতের বই পড়া শেষ হলে আমি ছিড়ে ফেলে দেই, রেখে দিলে ভুতগুলো রাতে এসে ঘাড় মটকাবে তাই’।
মেয়েকে নিয়ে ঘুরতে আসা রাজধানীর ইব্রাহীমপুরের বাসিন্দা তৃষœা বিশ্বাস বলেন, সিসিমপুরের শিশুদের জন্য নির্মল বিনোদনের ব্যবস্থা ছিল প্রশংসনীয়। তবে এর চারপাশে একটি ব্যরিকেড দিয়ে দিলে ভালো হতো। যেন অভিভাবকরা একেবারেই সামনে যেতে না পারে। কারণ অভিভাবকরা সামনে গেলে শিশুরা পিছন থেকে কিছু দেখতে পায় না। তাই অভিভাবকদের একেবারে সামনে যেন না যেতে পারে সে ব্যবস্থা থাকলে ভালো হতো। তবে তৃষœা বিশ্বাস এবারের বইমেলার সার্বিক আয়োজনে নিজের সন্তুষ্টির কথা জানান।
মেলায় গতকাল নতুন বই এসেছে ৫৪টি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জমেছে মেলা

৩ ফেব্রুয়ারি, ২০১৮
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ