Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংসদে আইনমন্ত্রী উচ্চ আদালতে ৭ বছরে ৩ লাখ ৩৫ হাজার মামলা নিষ্পত্তি হয়েছে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে ২০০৯ সালের ১ জানুয়ারি থেকে ২০১৬ সালের ৩ এপ্রিল পর্যন্ত ৩ লাখ ৩৫ হাজার ২৬৪টি মামলা নিষ্পত্তি হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য দিদারুল আলমের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী জানান, ২০০৯ সালের ১ জানুয়ারি থেকে ২০১৬ সালের ৩ এপ্রিল পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ২৯ হাজার ৬২৫টি দেওয়ানী মামলা, ৯ হাজার ৩৭টি ফৌজদারী ও দেওয়ানী প্রকৃতির অন্যান্য ৯০টিসহ মোট ৩৮ হাজার ৭৫২টি মামলা নিষ্পত্তি হয়েছে। এছাড়া সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ৩৫ হাজার ৪৯২টি দেওয়ানী মামলা, ১ লাখ ৮৯ হাজার ৩৬৪টি ফৌজদারী ও দেওয়ানী প্রকৃতির অন্যান্য ৭১ হাজার ৬৫৬টিসহ মোট ২ লাখ ৯৬ হাজার ৫১২টি মামলা নিষ্পত্তি হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইনমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ