Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ন্যায় বিচার হলে বিএনপি চেয়ারপার্সন বেকসুর খালাস পাবেন : মওদুদ অহমদ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আদালতে ন্যায়বিচার হলে বেগম খালেদা জিয়া বেকসুর খালাস পাবেন। গতকাল শনিবার সকাল ১১টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিজ বাস ভবন সংলগ্ন মাদরাসা মাঠে বাটইয়া ইউনিয়ন বিএনপির তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মওদুদ আহমদ বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলায় সরকার পক্ষ কোন প্রমাণ দিতে পারে নাই। ৩২ জন সাক্ষীর মধ্যে ৩১ জন সাক্ষী খালেদা জিয়ার সংশ্লিষ্টতা আছে তা বলতে পারেনি। সুতরাং এটা নো-এভিডেন্স, আমরা আশা করছি যদি ন্যায়বিচার হয় তাহলে নিঃশ্বর্তভাবে খালাস পাবেন।
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার নামে যে মামলাগুলো করা হয়েছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট, এই মামলা ভিত্তিহীন ও ভুয়া। এ মামলা করার কারণ হলো বেগম খালেদা জিয়াকে হেয় প্রতিপন্ন করা এবং জাতীয়তাবাদী দলকে দুর্বল করা।
ব্যারিস্টার মওদুদ বলেন, সাবেক প্রধান বিচারপতির রায়ে লিখেছেন সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, সারা শরীর পানির নিচে, শুধু নাকটা পানির উপর। তিনি আরও বলেন, বাংলাদেশের প্রধান বিচারপতির পদ শূন্য, এক ঘণ্টার জন্যও এ পদ শূন্য রাখার বিধান নাই। প্রধান বিচারপতি ছাড়া সুপ্রীম কোর্ট চলছে। বিগত সময়ে এ সরকারের ১৫৪ জন ভোট ছাড়াই এমপি নির্বাচিত হয়েছেন। পুরো নির্বাচনই বাতিল করার ক্ষমতা নির্বাচন কমিশনের ছিল। দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে, নির্বাচন কমিশন সরকারের বিরুদ্ধে কোন সিদ্ধান্ত নিতে পারবে না। এ জন্য আগামী নির্বাচন হবে সহায়ক সরকারের অধীনে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ।তৃণমূল সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ওসমান গণি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক এমপি হাসনা জসীম উদ্দিন মওদুদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কবিরহাট উপজেলা বিএনপির সভাপতি চেয়ারম্যান আবদুর রহিম, কবিরহাট পৌরসভা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জু, বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, মো. আবু বাহার, ইউনিয়ন বিএনপির সাধারণ গোলাম হায়াত সাকের ও ছাত্রনেতা মো. মাসুদ প্রমুখ। এর আগে নোয়াখালীর কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের মানিকপুরে নিজ বাসভবনের সামনে ‘আমান মওদুদ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ