Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাইব্যুনালে সিইসি’র বিচার করা হবে -কর্ণেল (অব.) অলি

প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বলেছেন, আগামীতে ট্রাইব্যুনাল গঠন করে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিনকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। সম্প্রতি প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রাণহানির ঘটনায় সিইসি প্রধান অপরাধী বলে মন্তব্য করেন।
গতকাল স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তার সঙ্গে ছিলেন দলের মহাসচিব রেদোয়ান আহমদ। দেশে গণতন্ত্র বলতে কিছু নেইÑ এমন মন্তব্য করে অলি আহমেদ বলেন, লাঠি-বন্দুক দিয়ে দেশ পরিচালনা করায় গণতন্ত্রের কোনো দাম নেই। ভোটেরও কোনো দাম নেই। এখন জোর যার মুল্লুক তার। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশের বর্তমান অবস্থা খুবই নাজুক। যে উদ্দেশ্য নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম সে আদর্শ আজ ভূলুন্ঠিত। এলডিপি সভাপতি বলেন, দেশের সব জায়গায় এখন দুর্নীতি ও অরাজকতা চলছে। গরীব মানুষের জায়গা-জমি দখল হয়ে যাচ্ছে। রাষ্ট্রীয় ব্যাংকে ডাকাতি চলছে।



 

Show all comments
  • Goni ২৭ মার্চ, ২০১৬, ৪:২৮ এএম says : 0
    He is correct. If anyone told real situation he is not a man.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাইব্যুনালে সিইসি’র বিচার করা হবে -কর্ণেল (অব.) অলি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ