Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাউকে ছাড় দেওয়া হবে না -দুদক চেয়ারম্যান

প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুদকে সবকিছু চলবে আইনানুযায়ী। এখানে ব্যক্তি বা অন্য কোনো পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।
গতকাল শনিবার সকালে দুদক কার্যালয়ের সামনে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৬ উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদকের চেয়ারম্যান এসব কথা বলেন। দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’ এই শ্লেøাগানের মধ্য দিয়ে এবার দেশব্যাপী পালিত হচ্ছে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ -২০১৬। ইকবাল মাহমুদ বলেন, আমাদের সকল কার্যক্রম আইনের আওতায় থাকবে। কার কী পরিচয়, তা মুখ্য না। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে দুদকের চেয়ারম্যান বলেন, আপনারা শুধু একটি মামলার (বেসিক ব্যাংক কেলেঙ্কারি মামলা) কথা বলছেন। কিন্তু আমাদের কাছে এখনো হাজার হাজার মামলা আছে। যেগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে। একই সঙ্গে এসব মামলা সমানভাবে দেখতে হবে। দেশের বিভিন্ন ক্ষেত্রে যে দুর্নীতি বিরাজ করছে তা নির্মূলে সবার সহযোগিতা কামনা করে ইকবাল মাহমুদ বলেন, সবার অংশগ্রহণে এবং একটি সামাজিক আন্দোলন ছাড়া দুর্নীতি কমানো বা প্রতিরোধ করা সম্ভব নয়। আমাদের কার্যক্রমের মাধ্যমে আমরা চেষ্টা করব দুর্নীতি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার। সামাজিক সচেতনতা ও সামাজিক আন্দোলনই কেবল পারে দুর্নীতি প্রতিরোধ করতে।
গতকাল সকালে বেলুন ও কবুতর উড়িয়ে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৬ উদ্বোধন করেন দুদক চেয়ারম্যান। এ সময় দুদকের দুই কমিশনার নাসিরউদ্দীন আহমেদ ও এ এফ এম আমিনুল ইসলাম, সচিব আবু মো. মোস্তফা কামাল, মহাপরিচালক মঈদুল ইসলাম, শামসুল আরেফিন, জিয়া উদ্দিন, শহিদুজ্জামান, নূর আহাম্মদ এবং বিভিন্ন বিভাগের পরিচালক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের কর্মসূচির মধ্যে রয়েছে আজ রোববার সকাল সাড়ে ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে সততা সংঘের ছাত্র-ছাত্রীদের সমন্বয় সমাবেশ, শপথ গ্রহণ ও গণসচেতনতা বৃদ্ধিবিষয়ক দুর্নীতি বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পরের দিন ২৮ মার্চ দুদক কার্যালয়ে দেয়া হবে দুদক মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৫। ২৯ মার্চ দুর্নীতিবিরোধী র‌্যালি ও মানববন্ধন। একইভাবে ৩০ মার্চ বুধবার সকাল সাড়ে ১০টায় শিল্পকলা একাডেমিতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ে বিতর্ক হবে। ৩১ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দুদকের সম্মেলন কক্ষে ‘দুর্নীতি দমন ও প্রতিরোধে সামাজিক আন্দোলনের ভূমিকা’ শীর্ষক সেমিনার হবে। ১ এপ্রিল শুক্রবার জাতীয় মসজিদসহ সব মসজিদে প্রাক জুম্মায় দুর্নীতিবিরোধী বক্তব্য প্রদানের মধ্য দিয়ে শেষে হবে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাউকে ছাড় দেওয়া হবে না -দুদক চেয়ারম্যান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ