পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পুরান ঢাকার বকশি বাজারে স্থাপিত বিশেষ জজ আদালতে হাজির হয়েছেন। আজ বুধবার বেলা ১২টার দিকে তিনি আদালতে হাজির হন।
বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আখতারুজ্জামানের আদালতে বুধবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার অন্যতম আসামি শরফুদ্দিন আহমেদের পক্ষে যুক্তি তর্কের ওপর শুনানি চলছে। এর আগে গতকাল মঙ্গলবারও তাঁর পক্ষে যুক্তি তর্কের শুনানি করেন তাঁর আইনজীবী আহসান উল্লাহ্।
এর আগে এ মামলায় দুদকের পক্ষে যুক্তি তর্ক উপস্থাপন শেষ করেন আইনজীবী মোশাররফ হোসেন কাজল। এরপর খালেদা জিয়ার পক্ষে তাঁর আইনজীবীরা শুনানি শেষ করেন এবং এ মামলাটি মিথ্যা উল্লেখ করে খালেদা জিয়াকে খালাস দেওয়ার আবেদন করেন।
২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আসামি খালেদা জিয়া, তাঁর বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ছয়জন। তারেক রহমানের বিরুদ্ধে এর মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আসামি খালেদা জিয়াসহ চারজন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।