পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর লালবাগ এলাকায় হেলে পড়া পাঁচ তলা ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। ২/ই জগন্নাথ সাহা রোডের ওই ভবনের দশটি ইউনিটে অন্তত ৪৫ জন বসবাস করে আসছিলেন। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মী জিয়াউর রহমান জানান, ভবন হেলে পড়ার খবর পেয়ে গতকাল রোববার বেলা আড়াইটার দিকে তাদের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং রাজউকের কর্মকর্তারাও সেখানে উপস্থিত হন। রাজউকের অঞ্চল- ৫এর অথরাইজড অফিসার আশীষ কুমার সাহা বলেন, প্রাথমিকভাবে তাদের মনে হয়েছে, ভবনটি একটু কাত হয়ে গিয়েছে। দুটো বিল্ডিং পাশাপাশি লেগে আছে, এটুকু বোঝা যাচ্ছে। আপাত দৃষ্টিতে একটু হেলে আছে মনে হচ্ছে। পূর্ণাঙ্গ পরীক্ষা ছাড়া আর কিছু বলা সম্ভব না। ঝুঁকি এড়াতে ভবনটি খালি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা পুলিশের সহযোগিতায় ভবনের বাসিন্দাদের সরিয়ে নিয়ে ভবনে তালা লাগিয়ে দিচ্ছি। পরে বিস্তারিত পরীক্ষা করে সিদ্ধান্ত নেয়া হবে। ওই ভবনের মালিক হাজী শওকত আলী (৭০) বা তার দুই-মেয়ের কেউ সেখানে থাকেন না। পাঁচ তলা ভবনের তিন কক্ষের দশটি ফ্ল্যাট তারা সাড়ে ১১ হাজার থেকে ১২ হাজার টাকায় ভাড়া দিয়েছিলেন। বাড়িওয়ালার নাতি এহসানুল হক বলেন, দুই দিন আগে ভবনটি হেলে পড়লে একজন প্রকৌশলী ডেকে তারা বিষয়টি দেখান। ওই প্রকৌশলী বলেছিলেন, তেমন কোনো সমস্যা নেই। রাজউক থেকে কিছু হয়নি বলে অনুমোদন এনে দেবেন বলেছিলেন। তার আগেই আজ(রোববার) পুলিশ আর রাজউক কর্মকর্তারা বাসায় চলে এসেছে। ১৯৯২ সালে রাজউকের অনুমতি নিয়েই পাঁচতলা ভবনটি করা হয়েছিল। ভবনটির পাশে একটি লোহার কারখানায় হাইড্রলিক মেশিন ব্যবহার করা হয়। সেখানে সারাদিন মেশিন চলায় ভবনের ক্ষতি হয়ে থাকতে পারে বলে তার অভিযোগ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।