Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

ঢাকা-সিলেট চার লেনে চীন অর্থায়ন করবে না নিজস্ব অর্থায়নে হবে মুহিত

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ঢাকা-সিলেট চার লেন মহাসড়কে চীন অর্থায়ন করবে না। নিজস্ব অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
গতকাল রাজধানীর অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বাংলাদেশ উন্নয়ন ফোরাম- বিডিএফ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, ওই চার লেন মহাসড়ক নির্মাণে চীনা অর্থায়নে সমস্যা দেখা দিয়েছে। তাই নিজেদের টাকায় এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।
তিনি জানান, আগামী বুধ ও বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিডিএফ অনুষ্ঠিত হবে। এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের সভায় টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন ও সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা গুরুত্ব পাবে।
বাংলাদেশের উন্নয়নে উন্নয়ন সহযোগীদের ঋণ সহযোগিতা ও যৌথ কর্ম পরিকল্পনা নিয়েও আলোচনা হবে বলে জানান অর্থমন্ত্রী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ