Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেয়র পদে মনোনয়ন ফরম তুললেন আতিকুল ইসলামসহ পাঁচজন

ডিএনসিসি উপ-নির্বাচন

| প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র পদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম। এছাড়াও ফরম সংগ্রহ করেছেন রাসেল আশেকী, আদম তমিজি হক, মোহাম্মদ শাহ আলম ও মোহাম্মদ ফরহাদ হোসেন নামে আরও চার ব্যক্তি। আতিকুল ইসলামসহ এ পর্যন্ত ৫ জন ক্ষমতাসীন দলের প্রার্থী হওয়ার আগ্রহ ব্যক্ত করেছেন। গতকাল শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে আতিকুল ইসলামের পক্ষে তার প্রতিনিধিরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানা গেছে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে প্রার্থী বাছাইয়ের উদ্দেশে গতকাল শনিবার সকাল থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে শুরু হওয়া এ কার্যক্রম চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। এদিন বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে এসে আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবাহান গোলাপের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন আতিকুল ইসলামের পক্ষে তার প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন তার নির্বাচনি সমন্বয়ক একেএম মিজানুর রহমান, সহকারী সমন্বয়ক ইমতিয়াজ মঈনুল ইসলাম। এর আগে সকালে ফরম সংগ্রহ করেন রাসেল আশেকী, আদম তমিজি হক, মোহাম্মদ শাহ আলম ও মোহাম্মদ ফরহাদ হোসেন নামে চার ব্যক্তি।
ডিএনসিসি’র মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হতে ইচ্ছুক ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম। তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার নির্বাচনি সমন্বয়করা। উল্লেখ্য, মরহুম মেয়র আনিসুল হকের ইন্তেকালের কারণে ডিএনসিসিতে মেয়র পদে উপনির্বাচন হতে যাচ্ছে। আগামী ২৬ ফেব্রæয়ারি অনুষ্ঠেয় এই নির্বাচনে একজন সুপরিচিত ব্যবসায়ী নেতাকে আওয়ামী লীগের প্রার্থী করার ব্যাপারে আগ্রহ দেখান প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা। এরপর বেশ কয়েকজন ব্যবসায়ী এ বিষয়ে আগ্রহ দেখালে প্রধানমন্ত্রী নিজেই বিজিএমইএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলামের ব্যাপারে দলের সম্পাদকমন্ডলীর সভায় মতামত জানতে চান। এরপরই আতিকুল ইসলাম আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন এমন খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।
তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের পক্ষ থেকে এখনও কাউকে ডিএনসিসির মেয়র পদের উপনির্বাচনে প্রার্থী করা হয়নি। মনোনয়ন বোর্ড যথাযথ প্রক্রিয়া মেনেই একজন যোগ্য প্রার্থীকে দলীয় মনোনয়ন দেবে। চলমান মনোনয়ন ফরম বিতরণ এই আনুষ্ঠানিক প্রক্রিয়ারই অংশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ