Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘন কুয়াশায় ভেঙে পড়ে সিডিউল দুই শতাধিক ফ্লাইট বিলম্ব

| প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ঘন কুয়াশার কারণে গত ২০ দিন ধরে শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে প্রতিদিন ৮-৯ ঘণ্টা বিমানচলাচল বন্ধ থাকছে। ডানা মেলতে পারছে না অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের কোনো উড়োজাহাজ। ভেঙে পড়েছে সব বিমানের ফ্লাইট সিডিউল। দেশের বিমানবন্ধরগুলোর ফ্লাইট অপারেশন বিভাগের তথ্য অনুযায়ী, গত সাত দিনে তিন বিমানবন্দরের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে প্রায় দুই শতাধিক ফ্লাইট বিলম্বে ছেড়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়েবসাইট সূত্রে জানা গেছে, গতকাল শনিবার শুধুমাত্র শাহজালালেই ৪৬টি ফ্লাইট বিলম্বে ছেড়েছে। ঘন কুয়াশার কারণে এদিন ভোর ৪টা থেকে সকাল ১০টা ৫০ মিনিট পর্যন্ত কোনো উড়োজাহাজ চলাচল করেনি। ফলে এর প্রভাব বাকি ফ্লাইটগুলোর ওপরে পড়েছে। গতকাল শনিবার সকাল ১০টা ১৫ মিনিটের নির্ধারিত ঢাকা-লন্ডনগামী বিমানের ফ্লাইটটি দুপুর ১২টা ৩০ মিনিটে ছেড়ে গেছে। এছাড়াও প্রতিদিন সকালের দিকের সিঙ্গাপুর, ব্যাংকক, কাঠমান্ডুগামীসহ বেশ কয়েকটি ফ্লাইট বিলম্বে ছেড়ে যাচ্ছে। সিভিল এভিয়েশনের জনসংযোগ বিভাগের কর্মকর্তা একেএম রেজাউল করিম বলেন, ঘন কুয়াশায় প্রতিদিন প্রায় ১৫টির মতো ফ্লাইট বিলম্বে উড়ছে। নতুন করে এগুলোকে ¯øট দেয়ার কারণে পরবর্তী ফ্লাইটগুলোর ওপর প্রভাব পড়ছে। এদিকে ফ্লাইট বিলম্বের কারণে বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে চরম ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা।
চট্টগ্রাম থেকে ফ্লাইট ছাড়তে বিলম্ব
চট্টগ্রাম ব্যুরো জানায়, ঘন কুয়াশার কারণে আবুধাবী থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি। সেটি সিলেট বিমানবন্দরে অবতরণ করে। ফলে চট্টগ্রাম থেকে প্রথম ফ্লাইট সঠিক সময়ে ছেড়ে যেতে পারেনি। একইভাবে অন্যান্য ফ্লাইটও ২ থেকে ৩ ঘণ্টা বিলম্বে ছেড়ে যায়। ঘন কুয়াশার কারণে চট্টগ্রাম থেকে বাংলাদেশ বিমানসহ সব এয়ার লাইন্সের ফ্লাইট ছাড়তে বিলম্ব হয়। নির্দিষ্ট সময়ে ফ্লাইট অবতরণ করতে না পারায় ছাড়তে দেরি হয় বলে বিমানবন্দর সূত্রে জানা যায়। বিমানবন্দরের ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, গতকাল চট্টগ্রাম থেকে ঢাকায় বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট ছেড়ে যাওয়া কথা ছিল। কিন্তু সেটি আবুধাবী থেকে এলেও চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি। ফলে সকাল ১১টায় প্রথম ফ্লাইট ছেড়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফ্লাইট বিলম্ব
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ