Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়াকে বাইরে রেখে নির্বাচন করার ইচ্ছা আওয়ামী লীগের নেই -মো. নাসিম

| প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাইরে রেখে নির্বাচন করার ইচ্ছা আওয়ামী লীগের নেই।
গতকাল বুধবার জাতীয় যাদুঘর মিলনায়তনে থ্যালাসেমিয়া সম্পর্কে প্রচারাভিযানের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
আগামী নির্বাচন আবাধ ও সুষ্ঠু হবে জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, আগামী নির্বাচন হবে স্বচ্ছ। কাউকে নির্বাচনের বাহিরে রাখতে চাই না। আমরা চাই খালেদা জিয়া নির্বাচনে অংশ গ্রহণ করুক। খালেদা জিয়াকে নির্বাচনের বাহিরে রেখে নির্বাচন করার ইচ্ছা আওয়ামী লীগের নেই। আমরা ফাঁকা মাঠে গোল দিতে চাই না।
‘হয়রানি করার জন্য বেগম খালেদা জিয়ার আদালত স্থানান্তর হয়েছে’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে নাসিম বলেন, আমরা কাউকে হয়রানি করতে চাই না। খালেদা জিয়া হোক আর যেই হোক। হয়রানি করার জন্য আদালত স্থানান্তর করা হয়নি। তার নিরাপত্তার জন্য আদালত স্থানান্তর করা হয়েছে।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, ২০১৮ সাল হবে আওয়ামী লীগের জন্য নির্বাচনের বছর। এবছর বিজয়ের মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী নির্বাচনে নৌকার বিজয় ছাড়া অন্য কোন বিকল্প নেই। বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয় হবে এটাই স্বাভাবিক।
বেসরকারি হাসপাতাল মালিকদের উদ্দেশ্যে মোহাম্মদ নাসিম বলেন, আমি আবারও আপনাদের সতর্ক করে দিচ্ছি। রোগীদের ভেজাল রক্ত দিবেন না। কোন ধরনের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশনের মহাসচিব ইহতেশামুল হক চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
বিএসএমএমইউ হবে আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা ও স্বাস্থ্য বিষয়ক গবেষণার প্রাণ কেন্দ্র
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে (বিএসএমএমইউ) সেন্টার অব এক্সিলেন্সে পরিণতকরণ ২য় পর্যায় প্রকল্পের কার্যক্রম শতভাগ সম্পন্ন হয়েছে। এ প্রকল্পের আওয়তায় ইতিমধ্যে কেবিন বøকের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, পাঁচতলা পর্যন্ত দু’টি সর্বাধুনিক বর্হিবিভাগ নির্মাণ, ৫তলা বিশিষ্ট ডক্টরস ডরমেটরি নির্মাণ, সর্বাধুনিক মেডিকেল কনভেনশন সেন্টার এবং ৫তলা বিশিষ্ট অনকোলজি ভবন নির্মাণ কাজ শতভাগ সম্পন্ন হয়েছে। শুধুমাত্র বর্জ্য অপসারণ প্লান্ট-এর কার্যক্রম চলমান রয়েছে, এ কার্যক্রমও দ্রæত গতিতে এগিয়ে চলছে।
গতকাল স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম এ প্রকল্পের আওতাধীন হোটেল শেরাটনের বিপরীতে মিন্টু রোডে অবস্থিত আন্তর্জাতিক মানের মেডিক্যাল কনভেনশন সেন্টার পরিদর্শন করেন। এর আগে বিকেল ৪টায় মন্ত্রী সর্বাধুনিক মেডিক্যাল কনভেনশন সেন্টারে পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা. কামরুল হাসান খান মন্ত্রীকে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) প্রফেসর ডা. মো. শহীদুল্লাহ সিকদার, প্রফেসর ডা. মো. শারফুদ্দিন আহমেদ। মেডিক্যাল কনভেনশন সেন্টারের বিষয়ে অবহিত করেন প্রকল্প পরিচালক প্রফেসর ডা. মো. আবু নাসার রিজভী।
স্বাস্থ্যমন্ত্রী যথাসময়ে আন্তর্জাতিক মানের মেডিক্যাল কনভেনশন সেন্টার সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, আশাকরি, আগামী তিন মাসের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেডিকেল কনভেনশন সেন্টারটির শুভ উদ্বোধন করবেন। এ ধরণের একটি কনভেনশন সেন্টারের খুবই প্রয়োজন ছিলো। বিভিন্ন সভা, সেমিনার, সিম্পোজিয়ামে যোগ দিতে প্রতিনিয়ত বিদেশীরা আসছেন। তাঁদের জন্যও এটা কাজে লাগবে। মন্ত্রী বলেন, বিশ^বিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক। বাংলাদেশ সরকার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয় ও কোরিয়ান সরকারের অর্থায়নে বাস্তবায়ন হতে যাচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি এন্ড সুপার সেম্পশালাইজড হসপিটাল। এর লক্ষ্য বিশ^বিদ্যালয়কে আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে উন্নীত করা। সাথে সাথে স্বাস্থ্য বিষয়ক গবেষণার প্রাণ কেন্দ্রে প্রতিষ্ঠা করা।
উল্লেখ্য, সেন্টার অব এক্সিলেন্সে পরিণতকরণ ২য় পর্যায় প্রকল্প ২০১০ সালের জানুয়ারী মাসে শুরু হয়েছে ও ডিসেম্বর ২০১৭-এর মধ্যে শেষ হওয়ার কথা। নির্ধারিত সময়েই সময়েই এ প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। এ প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় হলো প্রায় ৫২৬ কোটি টাকা। এরমধ্যে গত বছর অর্থাৎ ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যেই প্রায় ২০ কোটি টাকা সাশ্রয় সাপেক্ষে এ প্রকল্পের কাজ শেষ হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ