Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউপি নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

টাঙ্গাইল জেলা সংবাদদাতা : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, সারাদেশে প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন সুন্দর ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়েছে। দু-একটি জায়গায় যে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সেগুলোতে যাদের গাফলতি আছে তাদের বিরুদ্ধে তদন্তপুর্বক নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহন করবেন। আগামী নির্বাচনগুলো আরো সুষ্টুভাবে সম্পন্ন করার জন্য আইনশৃংখলা বাহিনী কঠোর ব্যবস্থা গ্রহন করবে।
তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে হাজী আবুল হোসেন ইন্সটিটিউট অব টেকনোলজি আয়োজিত যুব উৎসব উদ্বোধনের পুর্বে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি হেযবুত তাওহীদ সম্পর্কে বলেন, হেযবুত তাওহীদের কার্যকলাপ গোয়েন্দা নজরদারীর মধ্যে রয়েছে। সম্প্রতি নোয়াখালীতে গ্রামবাসীর সাথে যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল তা আইনশৃংখলা বাহিনী ধৈর্যের সাথে মোকাবেলা করেছেন। তিনি আরো বলেন, সারাদেশে অচিরেই ই-পাসপোর্ট ব্যবস্থা চালু করা হবে। ই-পাসপোর্ট চালু করা হলে ইমিগ্রেশনে আর ঝামেলা থাকবে না।
হাজী আবুল হোসেন ট্রাষ্ট এর চেয়ারম্যান আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মাহফুজুর রহমান এমপি, আনোয়ারুল আবেদীন খান, টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর প্রমুখ। পরে মন্ত্রী বিজ্ঞান মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান টাঙ্গাইল জেলা পাসপোর্ট অফিসের নতুন ভবনে উদ্বোধন করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউপি নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ