Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রংপুরে চালক ও হেলপারকে হত্যা করে চাল লুট

প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

রংপুর জেলা সংবাদদাতা : রংপুরে এক ট্রাকচালক ও তার হেলপারের গলাকেটে হত্যা করে কয়েকশ বস্তা চাল লুট করেছে দুর্বৃত্তরা। নিহত ট্রাক চালকের নাম কোরাইশ খান ও হেলপার রমজান আলী। তাদের বাড়ি সিরাজগঞ্জ জেলায়।
গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ ট্রাকের ভিতর থেকে তাদের লাশ উদ্ধার করে। তাদের দু’জনেরই হাত-পা সাদা স্কচটেপ দিয়ে বাঁধা ছিল।
জানা গেছে, গত মঙ্গলবার কোরাইশ ও তার হেলপার রমজান আলী ট্রাকটিতে সার নিয়ে (নং-চুয়াডাঙ্গা, ট ১১-০৩৩৫) শাহাজাদপুর থেকে দিনাজপুরে যায়। সেখানে সার নামিয়ে দিয়ে পুনরায় ট্রাকে চাল নিয়ে নগরবাড়ি উদ্দেশ্যে রওয়ানা দেয়।
মঙ্গলবার রাত ১২টার পর তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের পরিবার তাদের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়। খোঁজাখুজির এক পর্যায়ে গতকাল (বৃহস্পতিবার) সকালে রংপুর নগরীর তাজহাট মাহিগঞ্জ এলাকায় ভিআইপি শাহাদত কোল্ড ষ্টোরেজের কাছে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের পাশে ট্রাকটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকদের সন্দেহ হলে তারা এক পর্যায়ে ট্রাকের ভেতরে চালক ও হেলপারের লাশ দেখতে পান। পরে তারা পুলিশে খবর দিলে কোতয়ালী পুলিশ এসে লাশ উদ্ধার করে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রংপুরে চালক ও হেলপারকে হত্যা করে চাল লুট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ