Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্ষণের পরিসংখ্যানে নির্বাক খালেদা জিয়া

| প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ২০১৭ সালে এক হাজার ২৫১ জন ধর্ষণের পরিসংখ্যানে নির্বাক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, আইন-শৃঙ্খলার এমন ভয়াবহ বিপর্যয় ও নারী সম্ভ্রম লুণ্ঠনের ঘটনায় আমি নির্বাক। গতকাল (সোমবার) দুপুরে এক টুইট বার্তায় তিনি এসব কথা জানিয়েছেন। টুইট বার্তায় বেগম খালেদা জিয়া লিখেছেন, মহিলা পরিষদ বলছে, ২০১৭ সালে ১ হাজার ২৫১জন মা-বোন-শিশু ধর্ষিত হয়েছে, গ্যাংরেপ হয়েছে ২২৪জন, ধর্ষণের পর হত্যার শিকার ৫৮জন! আইনশৃঙ্খলার এমন ভয়াবহ বিপর্যয় ও নারীর সম্ভ্রম লুণ্ঠনের ঘটনায় আমি নির্বাক। জনগণের রক্তের টাকায় অনির্বাচিত মাথাভারী সরকার বাস্তবে অনবরত তাদের অধিকারকে পদদলিত করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণের

১৯ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ