পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কুয়েতের সশস্ত্র বাহিনীর চীফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ খালিদ আল খাদেরকে কুয়েত সরকার ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক আরও সুদৃঢ় করার স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ‘বাংলাদেশ আর্মি ফ্রেন্ডশীপ মেডেল’ প্রদান করা হয়েছে।
সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক গতরাতে ঢাকা সেনানিবাসে কুয়েত সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ প্রতিনিধিদলের সম্মানে আয়োজিত নৈশভোজ শেষে তাকে এ মেডেল পরিয়ে দেন।
কুয়েতের সশস্ত্র বাহিনীর চীফ অব স্টাফ বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বে আমি মুগ্ধ। কুয়েতের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বাংলাদেশ সেনাবাহিনী আরো ব্যাপকভাবে যুক্ত হবে। কারণ তারা আমাদের পরীক্ষিত বন্ধু।
উল্লেখ্য, ১০ সদস্যের প্রতিনিধিদলটি ৫ দিনের রাষ্ট্রীয় সফরে গত ১ জানুয়ারি বাংলাদেশে আগমন করেন। সফরকালীন সময়ে প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রী ও সেনাবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়াও সফরকালে প্রতিনিধিদলের সদস্যগণ বিভিন্ন সামরিক-অসামরিক স্থাপনা ও প্রতিষ্ঠান পরিদর্শন করেন। সফর শেষে প্রতিনিধিদলটির আজ বাংলাদেশ ত্যাগের কথা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।