Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাঁকজমক আয়োজনে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

| প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : উপমহাদেশের বৃহৎ ও প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি এ সংগঠনটির জন্ম হয়।
এ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন সংগঠনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে তারা ১ মিনিট নিরবতা পালন করেন।
কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মহানগর উত্তর ও দক্ষিণের অধীন বিভিন্ন থানা শাখা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
সকাল আটটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। আনন্দঘন ও উৎসবমুখর এই কেককাটা অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার বাইরে সাংগঠনিক সকল শাখায় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল সাড়ে ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়সহ সকল সাংগঠনিক কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
জনদুর্ভোগের বিষয়টি বিবেচনা করে আগামী শনিবার সরকারি ছুটির দিনে রাজধানীতে ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি তার দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় ৫২’র ভাষা আন্দোলন, ৫৪’র প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়, ৫৮’র আইয়ুব বিরোধী আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৬’র ৬দফার পক্ষে গণঅংশগ্রহণের মাধ্যমে মুক্তির সনদ হিসেবে এই দাবিকে প্রতিষ্ঠা করে।
৬৯’র গণঅভ্যুত্থানের মাধ্যমে বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্ত করে আনা, ৭০’র নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়লাভ এবং ৭১’র মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে পরাধীন বাংলায় লাল সবুজের পতাকার বিজয় ছিনিয়ে আনতে অগ্রণী ভূমিকা পালন করে বাংলাদেশ ছাত্রলীগ।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মহান স্বাধীনতা অর্জনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুন:গঠনে অংশ নেয় ছাত্রলীগ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে রাজপথে নেতৃত্ব দেয় সংগঠনটি।
১৯৮১ সালের ১৭ মে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে মুক্তিযুদ্ধের চেতনা পুন:প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক ধারা পুনরুদ্ধারে যে আন্দোলনের সূচনা করেন সে আন্দোলনের অগ্রভাগে ছিল ছাত্রলীগ। ৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে অনন্য ভূমিকা পালন করে বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন ছাত্রলীগ।
ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহীতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুপুরে ক্যাম্পাসে বর্ণাঢ্য র‌্যালি করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এরপর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এতে অংশ নেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী বিশ্ববিদ্যলয় । এ সময় নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন উপস্থিত ছিলেন।
বরিশাল ব্যুরো জানায়, সমাবেশ ও শোভাযাত্রা করে বরিশালে ছাত্রলীগের নেতাকর্মীরা গতকাল সংগঠনের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। জেলা ছাত্রলীগের উদ্যোগে নগরীর বিবির পুকুরের দক্ষিণ পাড়ে আওয়ামী লীগ কার্যালয় চত্বরে ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বর্নাঢ্য শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ছাত্র সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি সুমন সেরনিয়াবাত। সমাবেশে অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস এমপি, নগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমূখ।
সিলেট অফিস জানায়, বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা বৃহত্তর তেলিহাওয়র বøকের উদ্যোগে নগরীতে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি পূর্বে সিলেট জেলা ছাত্রলীগের সদস্য সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ এর সভাপতিত্বে ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাওয়াদ ইবনে জাহিদ খানের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল, আওয়ামীলীগ নেতা গৌত্তম চক্রবর্তী প্রমুখ।
ল²ীপুর জেলা সংবাদদাতা জানান, ল²ীপুরে ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১২ টা ১ মিনিটে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে দলীয় নেতাকর্মীদের মাঝে পরিবেশনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সুচনা করা হয়।
জেলা ছাত্রলীগের আয়োজনে কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, সাংগঠনিক সম্পাদক নুর নবী চৌধুরী, জেলা ছাত্রলীগ সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না প্রমুখ। এছাড়া এ উপলক্ষে সকাল ১০ টায় শহরের উত্তর তেহমুনী এলাকা থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনাসভা করার কথা রয়েছে। একইভাবে ল²ীপুর সরকারী কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগ শাখা কমিটিসহ জেলাব্যাপী বিভিন্ন ইউনিট নানা আয়োজনে দিবসটি উদযাপন কররেছেন বলে ছাত্রলীগ সুত্রে জানায়।
মাদারীপুর জেলা সংবাদদাতা জানান, নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার মাদারীপুরে বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। জানা যায়, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুর জেলাসহ চার উপজেলা দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন নেতা-কর্মীরা। সকাল ১১টায় মাদারীপুর সরকারী নাজিমুদ্দিন কলেজ গেট থেকে জেলা ছাত্রলীগ সহ-সভাপতি আসিব খান ও সাধারণ সম্পাদক তানভীর মাহমুদ আবিরের নের্তৃত্বে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যলী বের করা হয়।
মাগুরা জেলা সংবাদদাতা জানান, গৌরব, ঐতিহ্য, সংগ্রাম, ও সাফল্যের ৭০ বছর পদার্পন উপলক্ষে মাগুরা জেলা ছাত্রলীগ বৃহস্পতিবার দুপুরে শহরে আনন্দ র‌্যালী করেছে। মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে বের হয়ে র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে কলেজে গিয়ে শেষ হয়। জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল ও সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তার নেতৃত্বে সাবেক নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতা-কর্মী আনন্দ র‌্যালীতে উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা জানান, কেক কাটা, বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে মানিকগঞ্জে পালিত হয়েছে ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ বুলবুল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
নওগাঁ জেলা সংবাদদাতা জানান, জাতীয় ও দলীয় পতাকা উওোলন, শান্তির প্রতিক পায়রা, ফেষ্টুন উড়ানো, আলোচনা সভা ও বর্ন্যাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে নওগাঁয় ছাত্রলীগের ৭০তম প্রতিষ্টা বার্ষিকী পালিত হয়েছে। প্রধান অতিথি হিসাবে বর্ন্যাঢ্য শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক এমপি। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বাদল, জেলা মহিলা আওয়ামীলীগের আহবায়িকা শাহনাজ মালেক, জেলা ছাএলীগের সভাপতি রহমানিয়া রিজভী, সাধারন সম্পাদক বিমান কুমার রায়সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পাবনা জেলা সংবাদদাতা জানান, আনান্দ ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য র‌্যালীতে পাবনায় পালিত হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার দিনব্যাপী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অপর্ণ, দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, কেক কাটাসহ নানা কর্মসুচী পালন করে। সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক শিবলী সাদিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পাবনা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. কামিল হোসেন, মনির উদ্দিন আহমেদ মান্না প্রমূখ।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, জমকালো আয়োজনে আড়াইহাজারে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার বিকালে বনার্ঢ্য শোভা যাত্রা, আলোচনা সভা ও কেককাটা হয়। উপজেলা ছাত্রলীগ সভাপতি মামুন অর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আছলাম পাঠানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু।
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) উপজেলা সংবাদাতা জানান, গতকাল বৃহস্পতিবার ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উপজেলা ছাত্রলীগ ঐতিহাসিক ছাত্রসমাবেশ করে র‌্যালী করেছে। উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে ছাত্রলীগ আয়োজিত পূর্নর্মিলনী অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগ সভাপতি রফিকুল ইসলাম রাকিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক এম এন এ অধ্যাপক নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এডঃ আব্দুর রাজ্জাক, এডঃ আব্দুল কদ্দুছ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল মালেক সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
কাঠালিয়া (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা জানান, কাঠালিয়া উপজেলা ছত্রলীগের উদ্যোগে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা গতকাল বৃহস্পতিবার উপজেলা দলীয় কার্যালয় অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন অপুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া সিকদার।
কাউখালী (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা জানান, পিরোজপুরের কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে আলোচনা সভা, কেক কাটা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতিকৃতি জাতীয় ও দলীয় পতাকা এবং বিভিন্ন আকর্ষণীয় ফেস্টুন নিয়ে র‌্যালীটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মুজিব চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, ময়মনসিংহের নান্দাইল উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী গতকাল বৃহস্পতিবার পালিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
শিবচর (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা জানান, ব্যাপক আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে মাদারীপুরের শিবচরে বাংলাদেশ ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। জানা যায়, ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে নেতা-কর্মীরা। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছাত্রলীগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ