Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

রুমের সংস্কার কাজ শেষ হয়নি অফিস করেননি চার মন্ত্রী

পঞ্চায়েত হাবিব | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হিসেবে দফতরও বণ্টনও হওয়ার পরে দিন। নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার গতকাল অফিস করেননি চার মন্ত্রী। এরা হলেন- পানিসম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, বন ও পরিবেশমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম এবং মাদ্রাসা শিক্ষা ও কারিগরি শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী কেরামত আলী। দপ্তরকদলকৃত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সংশ্লিষ্ট অফিসে না আসায় সচিবালয়ে কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে এক ধরনের কানাঘুষা করতেও দেখা যায়। তবে এ বিষয়ে প্রকাশ্য কেউ কোন মন্তব্য করতে জারি হয়নি।
সরকারের মেয়াদের শেষ বছরে মন্ত্রিসভায় নতুন সংযোজনের পর মন্ত্রীদের দফতর ব্যাপক রদবদল করা হয়। নবনিযুক্ত তিন মন্ত্রী ও এক প্রতিমন্ত্রীর মধ্যে দফতর বণ্টনের পাশাপাশি পুরনো তিন মন্ত্রী ও এক প্রতিমন্ত্রীর দফতর রদবদল করা হয়েছে। পরে প্রজ্ঞাপনে দফতর রদবদলের তথ্য জানানো হয়।মন্ত্রিসভা বৈঠকের পর সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননকে আগের মন্ত্রণালয় থেকে সরিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে। বিমান মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন এ কে এম শাহজাহান কামাল। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন শুরু থেকেই বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা জাতীয় পার্টির ( জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে দেওয়া হয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব। আর পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত পেয়েছেন জাতীয় পার্টির (এরশাদ) প্রেসিডয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ। তিনি এর আগে পানিসম্পদ মন্ত্রণালয়ে ছিলেন। নতুন মন্ত্রী হিসেবে শপথ নেওয়া তথ্য ও প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার পেয়েছেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা নারায়ণ চন্দ্র চন্দ মন্ত্রী হিসেবে পদোন্নতি পাওয়ার পর তাকে একই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা অভিনেত্রী তারানা হালিমের দফতর বদল করে দেয়া হয়েছে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে। নতুন শপথ নেওয়া কাজী কেরামত আলী পেয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ একই মন্ত্রণালয়ে রয়েছেন।
বন ও পরিবেশমন্ত্রী এবং পানিসম্পদমন্ত্রী
নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে আসেননি নতুন বন ও পরিবেশমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এবং পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। অফিস না করার বিষয়ে পানিসম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু সাংবাদিকদের বলেন, দেয়ার ইজ নো হারি। যার সঙ্গে আমার মন্ত্রণালয় এক্সচেঞ্জ হয়েছে, তিনি আমার শিক্ষাজীবনের বন্ধু, এখন আত্মীয়ও বটে। তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে গিয়েছিলাম। আগামী রোববার থেকে অফিস করবেন কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, হা, উচিত হবে। এদিকে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের সঙ্গে ফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। তিনি ঢাকায় থাকলেও অফিস করেনি।
তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা অভিনেত্রী তারানা হালিমের দফতর বদল করে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে। দফতর বণ্টনের পর তারানা হালিমের জন্য বরাদ্দ পাওয়া কক্ষ এখনও সংস্কার করা হয়নি। মন্ত্রণালয়ের প্রশাসন শাখার সিদ্ধান্ত অনুযায়ী, তারানা হালিমের জন্য তথ্য মন্ত্রণালয়ের (ভবন ৪ নম্বর) ৯ম তলার ৮০১ নম্বর রুমটি সংস্কার করা হচ্ছে। ওই কক্ষে আগে বসতেন অতিরিক্ত তথ্য সচিব নাসির উদ্দিন আহমেদ। স¤প্রতি তিনি ভারপ্রাপ্ত সচিব হয়ে সচিবের রুমে চলে এসেছেন। ফলে ২ জানুয়ারি থেকে রুমটি ফাঁকা হয়েছে। রুমের সংস্কার কাজ চলছে। সেখানে কর্মরত শ্রমিক জানান আগামী শনিবারের মধ্যে রুমের সংস্কার কাজ সম্পন্ন হবে। তারানা হালিমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি অফিস করবো আগামী রোববার থেকে। তবে তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু অফিস করেছেন।
শিক্ষা প্রতিমন্ত্রী অফিস ঠিক হয়নি
নতুন দায়িত্ব পাওয়া মাদ্রাসা শিক্ষা ও কারিগরি বিভাগের শিক্ষা প্রতিমন্ত্রী কেরামত আলীর কোথায় অফিস হবে তা এখানো ঠিক হয়নি। শিক্ষা প্রতিমন্ত্রীকে সচিবালয়ের ভিতরে না পরিবহণ পুলে দেয়া হবে এ নিয়ে চলছে টানাটানি চলছে। এ কারণে এখনও রুম বরাদ্দ হয়নি। মাদ্রাসা শিক্ষা ও কারিগরি বিভাগের এক উপসচিব ইনকিলাবকে বলেন, আগামী রোববার থেকে অফিস করবেন। প্রতিমন্ত্রীর এ বিষয় কোন কথা বলেনি।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ভারতে
নতুন পদোন্নতি পাওয়া মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ শপথের দিন রাতেই ভারতের গেছেন। বুধবার মন্ত্রিপরিষদ সভার বৈঠকে অংশ নেওয়ার পর ওই দিন বিকালে তিনি সচিবালয়ে এসেছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ