Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

মন্ত্রিসভার বৈঠকে নতুন মন্ত্রী নারায়ণ চন্দ্র

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৮, ১১:১১ এএম

মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত হয়েছেন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়া মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মাখন লাল শীল এ তথ্য জানিয়েছেন।
বুধবার (০৩ জানুয়ারি) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে।
মাখন লাল শীল আরো জানান, চিকিৎসার জন্য মন্ত্রীর বিকেলে পূর্ব নির্ধারিত সূচিতে ভারত যাওয়ার কথা রয়েছে।
এদিকে এরিমধ্যে সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নামফলকে নারায়ণ চন্দ্র চন্দের নাম স্থাপন করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (০২ জানুয়ারি) সন্ধ্যায় পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন নারায়ণ চন্দ্র চন্দ। একইসঙ্গে শপথ নেন তথ্য-প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী কেরামত আলী। তবে তাদের বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নারায়ণ চন্দ্র
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ