Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন রাষ্ট্রদূতকে হত্যার হুমকিদাতা সুজন কুমারকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে

নিজের নাম আড়াল করতে হাসান রুহানি নামে ফেক আইডি

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে গ্রেফতারকৃত সুজন কুমারকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) কর্মকর্তারা। একই সাথে দূতাবাসের কর্মকর্তারাও গতকাল সুজন কুমারকে জিজ্ঞাসাবাদ করেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। সাইবার ক্রাইম ইউনিটের ডিসি আলিমুজ্জামান সাংবাদিকদের বলেন, আমরা তাকে জিজ্ঞাসাবাদ করে এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি। তাকে ২দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হুমকির পেছনের কারন এবং আরো কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কুমারকে। পুলিশ সূত্রে জানা গেছে, সুজন কুমারের গ্রামের বাড়ি নাটোরের লালপুরে। সে ঈশ্বরদী সরকারি কলেজ থেকে হিসাববিজ্ঞানে অনার্স শেষ করেছে।সিটিটিসির কর্মকর্তারা জানান, একটি গণমাধ্যমের রিপোর্টের লিংকের মন্তব্যের ঘরে ওই যুবক মার্শা বার্নিকাটকে হত্যার হুমকি দেয়। সে নিজের নাম আড়াল করে হাসান রুহানি নামে ফেক আইডি খুলে এই হুমকি দেয়। তার এই ফেসবুক আইডিটি গত নভেম্বরে খোলা হয়েছিল। একই সাথে তার ফেক আইডি থেকে এছাড়া ধর্মীয় উস্কানিমূলক বিভিন্ন পোস্টও দেয়া হতো। সে সব বিষয়ও তদন্ত করা হচ্ছে বলে ওই কর্মকর্তা জানান। গত ৩১ ডিসেম্বর রোববার তাকে নাটোর থেকে গ্রেফতার করা হয়। গত সোমবার দুপুরে ওই যুবককে আদালতে হাজির করলে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের এএসআই ইয়াসিন মিয়া বাদি হয়ে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেন। মামলার এজাহারে বলা হয়েছে, একটি গণমাধ্যমের ফেসবুক পেজে প্রকাশিত সংবাদে মন্তব্য করতে গিয়ে হাসান রুহানি নামের ফেসবুক আইডি থেকে সুজন কুমার মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটকে হত্যার হুমকি দেন। এর বাইরে হাসান রুহানি নামের ওই আইডি থেকে অনেক আপত্তিকর ও উস্কানিমূলক মন্তব্য করা হয়। সুজন কুমার পুলিশের কাছে স্বীকার করেছেন, ফেসবুকে হাসান রুহানি তাঁর নিজের অ্যাকাউন্ট। সুজন কুমারের মন্তব্য করা ২৫ পাতা স্ক্রিনশট জব্দ করা হয়েছে।গত নভেম্বরে ওই অ্যাকাউন্ট খোলেন সুজন কুমার।



 

Show all comments
  • Mofijul Islam ৩ জানুয়ারি, ২০১৮, ১২:৪৩ পিএম says : 0
    ওরা আমার দেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে চায়???? এর সাথে কে কে আছে তা খুজে বের করতে হবে।
    Total Reply(0) Reply
  • H Mohammad Ali ৩ জানুয়ারি, ২০১৮, ১২:৪৪ পিএম says : 0
    ওরা সোনার বাংলা কে কাশ্মির বানাতে চায়
    Total Reply(0) Reply
  • Suman Ahmed Khan ৩ জানুয়ারি, ২০১৮, ১২:৪৪ পিএম says : 0
    এই সংবাদটা অন্য মিডিতে দেখি না, হায়রে চেতান!!!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন রাষ্ট্রদূত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ