পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : রাজধানীর পূর্ব রামপুরায় এক ঠিকাদারকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে তিনি মারা গেছেন। তার নাম বাসাই ফকির (২৬), তিনি স্থানীয় স্যানেটারি ঠিকাদার বলে জানা যায়। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পূর্ব রামপুরা মোল্লাবাড়ি বাজার দূরবীন ক্যাবলের অফিসের সামনে গুলিতে আহত হন তিনি।
তার বুকে গুলি এবং মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে রাত ১১টার দিকে তিনি মারা যান।
গুলিবিদ্ধ বাসাই ফকিরের চাচা আবদুল জলিল বলেন, তিনি স্যানেটারি ঠিকারদার। কে বা কারা তাকে গুলি করেছে এবং পিটিয়েছে এটি খতিয়ে দেখতে চাই আমরা। ঢামেক হাসপাতালের সহকারী ক্যাম্প ইনচার্জ সেন্টু চন্দ্র দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসাপাতালে ভর্তি করা হলে রাত ১১টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আর বিস্তারিত এ রিপোট লেখা পযন্ত জানা যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।