পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
গত রমজানে ওয়েস্টার্ন ইউনিয়ন ও জনতা ব্যাংক লিমিটেড যৌথভাবে ‘স্বপ্নপূরণ’ শিরোনামে একটি বিক্রয়োন্নয়ন কার্যক্রমের আওতায় পাঁচজন ব্যক্তির ইচ্ছে পূরণ করে। কার্যক্রমের অংশ হিসেবে সমগ্র বাংলাদেশে প্রাথমিক নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করা হয়। এতে প্রত্যেককে তার সবচেয়ে বড় স্বপ্ন কী সেটা জানতে চাওয়া হয়। স্বাতন্ত্র্য, আন্তরিক ও উদ্দীপনাময় উত্তরের ভিত্তিতে তাদের মধ্য থেকে সেরা সাতজনকে বেছে নেয়া হয়। প্রত্যেক বিজয়ীকে একটি সম্মানজনক পরিমাণ টাকা প্রদান করা হয়, যা দিয়ে সে তার স্বপ্নপূরণ করতে পারে। এই প্রচারণা শুধুমাত্র রমজানের আদর্শের সাথেই একাত্মতা প্রকাশ করে না, সেই সাথে অর্থ আদান-প্রদানে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইউনিয়ন কোম্পানির ‘মুভিং মানি ফর বেটার’ আদর্শও প্রতিফলিত হয়। ওয়েস্টার্ন ইউনিয়নের ‘স্বপ্নপূরণ’ কার্যক্রমে বাংলাদেশের যেকোনো নাগরিক তার সেরা ইচ্ছেটি পূরণের জন্য উপযুক্ত বলে বিবেচিত হয়, এ ক্ষেত্রে তাদের কোনো প্রকার ক্রয় বা লেনদেনের প্রয়োজন হয়নি। বিজয়ী সাতজন হলেনÑ শাহীনুর বেগম, আলী হোসেন, শেফালী, রওশন আরা রোজী, র্যালী রোমিও কুইয়া, মো: আনোয়ার হোসেন এবং মো: মাহবুবুর রহমান মজুমদার। বিজয়ীদের ইচ্ছেগুলো ছিল সন্তানকে সুশিক্ষিত করে গড়ে তোলা, বিদেশে অধ্যয়নরত কন্যার সাথে দেখা করা ইত্যাদি। ওয়েস্টার্ন ইউনিয়ন ও জনতা ব্যাংক লিমিটেড যৌথভাবে তাদের স্বপ্নগুলো পূরণ করে। ২৩ মার্চ ২০১৬ বাংলাদেশ জনতা ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে বিজয়ী পাঁচজনের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এসময় ওয়েস্টার্ন ইউনিয়ন ও জনতা ব্যাংক লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।