পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আভ্যন্তরীণ গণবদলিতে কর্মকর্তাদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। মন্ত্রণালয়ের বদলীকৃত শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মাঝে তিন জন অতিরিক্ত সচিব, সাত জন যুগ্ন সচিব, বারো জন উপ-সচিব ও এক জন উপ-প্রধান রয়েছেন। বদলীকৃত কর্মকর্তাদের মাঝে কেউ কেউ পূর্বের গোছানো অফিস ছাড়তে চাচ্ছেন না বলে জানা গেছে। এনিয়েও চলছে কর্মকর্তাদের মাঝে নানা কানাঘুষা। নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তার নিদের্শে গত ২১ ডিসেম্বর প্রশাসনিক কাজের সুবিধার্থে প্রবাসী মন্ত্রণালয়ের উপ-সচিব (প্রশাসন) ফাতেমা জাহানের স্বাক্ষরিত স্মারক নং৪৯.০০.০০০০.০১৫.০৫.০০১.১৪. ১৪৬৯ অফিস আদেশে তেত্রিশ জন কর্মকর্তাতে বদলী বা অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়।
বদলীকৃত কর্মকর্তারা হচ্ছেন, প্রশাসন ও অর্থ শাখার অতিরিক্ত সচিব মো: আমিনুল ইসলামকে প্রশাসন ও অর্থ অনুবিভাগে, যুগ্ন সচিব মো: মিজানুর রহমানকে প্রশাসন অধিশাখায়, উপ-সচিব আরিফ আহমদকে অভিবাসী ও দক্ষতা উন্নয়ন তহবিল শাখায়, ফাতেমা জাহানকে প্রশাসন শাখায় (অতিরিক্ত দায়িত্ব সংসদ শাখা), সিনিয়র সহকারী সচিব রুমানা রহমান শম্পাকে আইসিটি শাখায় (অতিরিক্ত দায়িত্ব সমন্বয় শাখা), সহকারী প্রোগ্রামার হোসাইন মোহাম্মদ মামুনকে আইসিটি শাখায়, যুগ্ন সচিব মোজাফফর আহমেদকে বাজেট অধিশাখায়, উপ সচিব মো: আবুল হাছানাত হুমায়ূন কবীরকে বাজেট শাখায়, সিনিয়র সহকারী সচিব মো: সামছুল ইসলামকে সেভা শাখায়, হিসাব রক্ষণ কর্মকর্তা মো: রেজাউল করিমকে হিসাব শাখায়, কর্মসংস্থান এনফোর্সমেন্ট ও মনিটরিং শাখার যুগ্ন সচিব মো: মোশাররফ হোসেনকে কর্মসংস্থান অধিশাখায়, উপ-সচিব ড. কাজী কামরুন নাহারকে কর্মসংস্থান-১ শাখায়, উপ-সচিব মোহাম্মদ শাহীনকে কর্মসংস্থান-২ শাখায়, উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় স্মারক নং ৮৬৫ প্রজ্ঞাপনে উপ-সচিব মোহাম্মদ শাহীনকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় কক্সবাজারে বদলীর আদেশ (০৪-১২-২০১৭) গত ২৪ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। একই শাখার উপ-সচিব মো: আখতারুজ্জামানকে কর্মসংস্থান-৩ শাখায়, সিনিয়র সহকারী সচিব ড. মাসুমা পারভীনকে কর্মসংস্থান-৪ শাখায়, যুগ্ন সচিব মো: শাহনেওয়াজ চৌধুরীকে এনফোর্সমেন্ট ও মনিটরিং অধিশাখায় (তদন্ত, মামলা, ওটিসি ও মোবাইল কোর্টিসহ), উপ-সচিব কাজী আবেদ হোসেনকে এনফোর্সমেন্ট শাখায়, এবং সিনিয়র সহকারী সচিব মোছা: রাবেয়া বসরীকে মনিটরিং শাখায় (অতিরিক্ত দায়িত্ব আইন শাখা), অভিবাসী কল্যাণ শাখার অতিরিক্ত সচিব মোহাম্মদ আজহারুল হককে অভিবাসী কল্যাণ অনুবিভাগে, উপ-সচিব মো: যাহিদ হোসেনকে মিশন অধিশাখায়, উপ-সচিব শাহীনা ফেরদৌসীকে কল্যাণ অধিশাখায়, দপ্তর সংস্থার প্রশাসন শাখার যুগ্ন সচিব নারায়ন চন্দ্র বর্মাকে দপ্তর ও সংস্থার প্রশাসন অনুবিভাগে, উপ-সচিব শোভা শাহনাজকে দপ্তর ও সংস্থার প্রশাসন অধিশাখায়, সিনিয়র সহাকারী সচিব মো: সোহেল পারভেজকে দপ্তর ও সংস্থার প্রশাসন শাখায়, উন্নয়ন ও প্রশিক্ষণ শাখার যুগ্ন সচিব নাসরীন জাহানকে পরিকল্পনা ও উন্নয়ন অধিশাখায়, উপ-প্রধান কে এম আলী রেজাকে পরিকল্পনা শাখায়, সিনিয়র সহকারী প্রধান এ এম মোক্তার হোসেনকে উন্নয়ন শাখা-১, সহকারী সচিব খান শাহানুর আলমকে উন্নয়ন শাখা-২, যুগ্ন সচিব মো: সুজায়েত উল্যাকে প্রশিক্ষণ অধিশাখায়, উপ-সচিব মো: আবেদ আলীকে প্রশিক্ষণ শাখা-১, সহকারী সচিব মু: গোলাম মোস্তফাকে প্রশিক্ষণ শাখা-২, এছাড়া গবেষণা, আইন ও নীতিমালা’র অতিরিক্ত সচিব মো: বদরুল আরেফনকে গবেষণা, আইন ও নীতিমালা অনুবিভাগে ও উপ-সচিব মো: মোখলেছুর রহমান আকন্দকে গবেষণা , আইন ও নীতিমালা অধিশাখায় বদলী করা হয়েছে। বদলীকৃত কর্মস্থলে যোগদান করলেও যুগ্ন সচিব মোশাররফ হোসেন ও উপ-সচিব মো: আখতারুজ্জামান গতকালও তানের পূর্বের সুন্দর অফিস ছাড়তে নারাজ বলে জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।