পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজশাহীর চর মাঝাড়দিয়া সীমানায় ঢুকে পড়ায় তিন বিএসএফ সদস্যকে আটক করে পতাকা বৈঠকের পর ছেড়ে দিয়েছে বিজিবি। গতকাল সোমবার ভোরে পবা উপজেলার হারুডাঙ্গা এলাকায় আনুমানিক ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে তাদের আটক করা হয়। পরে দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিজিবি ১ ব্যাটালিয়নের অধিনায় শামীম মাসুদ আল ইফতেখার। আটককৃতরা হলেন বিএসএফের ৩৮ ব্যাটালিয়নের তিন সদস্য এসআই হরনাথ সিং, কনস্টেবল রাকেশ কুমার ও সন্তোস কুমার। রাজশাহী জেলার চর মাঝাড়দিয়ার বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার আবু তাহের জানান, সোমবার বেলা দেড়টায় বিজিবির সঙ্গে বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হয়। দু’দেশের পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আসিফ বুলবুল ও বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন হারুডাংগা কোম্পানী কমান্ডার এসি অ¤্রতি প্রসাদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।