Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিঠিপত্র : আবারও পলিথিন

প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ। অথচ তারপরেও তা দেশের সর্বত্র ব্যবহৃত হচ্ছে দেদারসে। হাটে-বাজারে দোকানে কোথাও গেলে সবজি, মাছ, মাংস, ডিম, মশলা ইত্যাদি দেয়া হচ্ছে পলিথিনে। রেস্টুরেন্টেও খাবার সামগ্রীগুলো ইদানীং ভরে দেয়া হয় পলিথিন ব্যাগে। ব্যবহৃত এইসব পলিথিন ব্যাগের অবশেষে দেখা মেলে রাস্তায়, ড্রেনে, খালে, নদীতে এবং তা জমে থেকে থেকে পরিবেশ করছে আরো দূষিত। ঢাকা নগরীর যত খাল উদ্ধার করা হয়েছিল সেখানেও বস্তা বস্তা পলিথিন জমে জলের দেখা আর সহজে মেলে না। খালগুলোতে শুধুই চোখে পড়ে পলিথিন। পলিথিন উৎপাদন বন্ধ বা বিলুপ্তির জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগ যথেষ্ট অভিযানও চালিয়েছিল। কিন্তু কোনো সুফল হয়নি। পলিথিন তৈরির কারখানায় গিয়ে অপরাধীদের হাতেনাতে ধরে জেল-জরিমানারও ব্যবস্থা নেয়া হয়। অবশেষে তারা নাকি ফাঁক-ফোকর দিয়ে বের হয়ে পলিথিন উৎপাদন ব্যবসায় আবার জড়িয়ে পড়ে। হবেই বা না কেন, তারা তো জানে- ধরা পড়লেও ছাড়া পাওয়া যায়। আর এটা উৎপন্নও সহজ, লাভও বেশি। এ অবস্থায়, সরকারের সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করে বলছি, পলিথিন উৎপন্ন বন্ধ করতে পারলেই পরিবেশদূষণ থেকে খাল, নদী, বিল, ড্রেন, রাস্তাঘাট সবই রক্ষা করা সম্ভব হবে। তবে এ জন্য চাই কঠোর আইন।
লিয়াকত হোসেন খোকন, রূপনগর, ঢাকা।

অষ্টম বেতন স্কেলে সপ্তম স্কেলের সুবিধা আগামী জুন পর্যন্ত বহাল রাখুন
ঘোষিত অস্টম জাতীয় বেতন স্কেলে সিনিয়র ও জুনিয়র কর্মচারীদের নিয়ে সৃষ্ট বেতন বৈষম্য নিরসন করে সরকারি চাকরিজীবীদের চলতি অর্থবছরে ৩০ জুন পর্যন্ত একটি ইনক্রিমেন্ট দেয়া হবে। এ খবর গত ২০ ফেব্রুয়ারি পত্রিকায় প্রকাশিত হয়। খবরটি সরকারি চাকুরেদের জন্য খুশির বটে। কিন্তু ৩০ জুন ’১৬ পর্যন্ত সময়ের জন্য ১টি ইনক্রিমেন্ট দিলেও বৈষম্য থেকেই যাচ্ছে। ২০০৩ সালের জুনে চাকরিতে যোগদান করে ২০১৫ সালের জুন মাসে দ্বিতীয় টাইমস্কেল পেয়ে অষ্টম জাতীয় বেতন স্কেলের ১২ নম্বর গ্রেডে একজন কর্মচারীরর বেতন দাঁড়ায় ১৪৪৫০ টাকা। অন্যদিকে ২০০১ সালের এপ্রিলে একই পদে যোগদান করে একজন সিনিয়র কর্মচারী ২০১৩ সালের এপ্রিল মাসে দ্বিতীয় টাইম স্কেল পেয়ে অষ্টম বেতন স্কেলে বেতন পাবেন ১৪৪৫০ টাকা। অর্থাৎ ঐ সিনিয়র কর্মচারী জুনিয়র কর্মচারীর ২ বছরেরও বেশি সময় আগে একই পদে যোগদান করলেও সমান বেতন পাচ্ছেন। তাই ৩০ জুন ’১৬ পর্যন্ত টাইমস্কেল বহাল রাখলে ঐ সিনিয়র কর্মচারী চাকরির ১৫ বছর পূর্তিতে তৃতীয় টাইম স্কেল পেয়ে ১১ নম্বর গ্রেডে বেতন পেতেন এবং তার বেতন দাঁড়াত ১৫২১০ টাকা। যেহেতু সপ্তম বেতন স্কেলের সকল ভাতা আগামী ৩০ জুন ’১৬ পর্যন্ত ঘোষিত অষ্টম জাতীয় বেতন স্কেলে বহাল থাকছে, সেহেতু সেইসঙ্গে টাইমস্কেল বহাল রেখে ১টি ইনক্রিমেন্ট দিলে সিনিয়র ও জুনিয়র কর্মচারীদের মধ্যে সৃষ্ট জটিলতা নিরসন হবে বলে আশা করা যায়। এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
চয়ন রহমান, ভাটপাড়া, নরসিংদী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চিঠিপত্র : আবারও পলিথিন
আরও পড়ুন