Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

দেশের সকল মানুষ আওয়ামী লীগের অন্যায় অত্যাচার থেকে মুক্তি চায়----খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৭, ১২:০৫ এএম

দেশের মানুষ আওয়ামী লীগ সরকারের অন্যায় অত্যাচার থেকে মুক্তি চায় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, সকল ধর্মের মানুষ শান্তি চায়। কিন্তু দেশে এখন কোন গণতন্ত্রও নাই; শান্তিও নাই। আমরা সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। কারণ দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। ২০১৪ সালে ৫ জানুয়ারিই তার প্রমাণ। ৫ জানুয়ারি কোন নির্বাচন হয়নি। ১৫৪ জন বিনা ভোটে নির্বাচিত হয়েছে। বাকীরাও জনগণের ভোটে নির্বাচিত হয় নাই। নির্বাচনের দিন ভোট কেন্দ্রে কোন ভোটার ছিল না, কেন্দ্রে কুকুর ঘোরাফিরা করছে। গতকাল (শনিবার) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বড় দিন উপলক্ষ্যে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। দিবসটি উপলক্ষ্যে তিনি খিস্ট্রান স¤প্রদায়ের নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে বড় দিনের কেক কাটেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড, খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু,সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এ্যালবার্ট পি কস্তা, খ্রিস্টান স¤প্রদায়ের নেতা সুব্রত রোজারিও,প্রফেসর মার্শেল এন ফিরান, সঞ্জিব হাওলাদার, বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক জন গমেজ প্রমুখ। খিস্ট্রান স¤প্রদায়ের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

বেগম খালেদা জিয়া বলেন, গাইবান্ধায় সরকারি দলের লোকেরা হিন্দু স¤প্রদায় লোকদের বাড়ি ঘরে আগুন দিয়েছে। এ রকম বহু ঘটনা ঘটাচ্ছে তারা। আর দোষ দেয় বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীদের উপর। সরকারের অন্যায় অত্যাচার থেকে দেশের মানুষ মুক্তি চায়। তিনি বলেন, সরকার অন্যায় অত্যাচার করে বিএনপিকে দুর্বল করতে চায়। আমি যেদিন আদালতে যাই ; আমার সাথে ছেলেমেয়েরা থাকে। তাদের উপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হামলা করে, গ্রেফতার করে নিয়ে যায়। তারপরে মিথ্যা মামলা দিয়ে কারাগারে নেয়।
বিএনপি প্রধান বলেন, আওয়ামী লীগ পূর্ব পরিকল্পিতভাবে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। যুব সমাজকে আওয়ামী লীগের লোকেরা মাদক দেয়। এদেরকে গ্রেফতারও করে না আর বিচারও হয় না।
খ্রিস্টান স¤প্রদায়ের নেতাকর্মীদের উদ্দেশ্য করে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, এই দেশ আমাদের সকলের। আপনারা খ্রিস্টান হতে পারেন। সকলে মিলে দেশটাকে গড়বো। সকলে মিলে কাজ করলে অনেক সুন্দর করতে পারবো। বড়দিন ও নববর্ষে আমরা প্রত্যাশা করবো আগামী বছরে গণতন্ত্র ফিরবে; শান্তি ফিরে আসবে।###৩



 

Show all comments
  • Mohammed Yousuf Saimon ২৪ ডিসেম্বর, ২০১৭, ৯:৫৭ এএম says : 0
    100%
    Total Reply(0) Reply
  • মোঃমনিরুজ্জামান ২৪ ডিসেম্বর, ২০১৭, ১১:৪৮ এএম says : 0
    এখানে আপনি আপনার মন্তব্য করতে পারেন।আগামি সংসদ নির্বাচনে সুষ্ট ভাবে হলে একটি পরির্বতন হবে বলে আশা করা যায়।বললেন ইসলামী যুব আন্দোলন,ফুলবাড়ীয়া,ময়মনসিংহ।
    Total Reply(1) Reply
    • Ali Ibna Abbas. ২৪ ডিসেম্বর, ২০১৭, ৩:৩৭ পিএম says : 4
      If you hopeful neutron election so , first need popular candidate which will be accept by people .

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ