পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কল্যাণ পার্টির মহাসচিব এ এম এম আমিনুর রহমানকে গুম এবং পরবর্তীতে গ্রেফতারের ঘটনাকে রাজনৈতিক নাটক হিসেবে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম (বীরপ্রতীক)। তিনি বলেন, বর্তমান সরকারের বিগত দিনের কর্মকান্ডের ভিত্তিতে সন্দেহ হচ্ছে আমাদের মহাসচিবকে নিয়ে যে ঘটনার সৃষ্টি হয়েছে তা রাজনৈতিক নাটক। একইসাথে ৩ বছর আগে দায়ের করা মামলায় হঠাৎ করে আমিনুর রহমানকে গ্রেফতার দেখানোর বিষয়টিকেও তিনি হাস্যকর হিসেবে উল্লেখ করেছেন। কল্যাণ পার্টির মহাসচিব এ এম এম আমিনুর রহমানের হারিয়ে যাওয়া এবং হঠাৎ করেই পুরনো এক মামলায় গ্রেফতারের বিষয়ে প্রতিক্রিয়ায় গতকাল (শনিবার) কল্যাণ পার্টির চেয়ারম্যান ইনকিলাবকে এসব কথা বলেন।
প্রায় চার মাস ধরে নিখোঁজ কল্যাণ পার্টির মহাসচিব এ এম এম আমিনুর রহমানকে উদ্ধারের পর একটি মামলায় গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। এর আগে আমিনুর রহমান গত ২৭ অগাস্ট রাতে ঢাকায় নয়াপল্টনের বাসা থেকে সাভারে নিজ বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ হন। তার হারিয়ে যাওয়ার পেছনে সরকারের হাত রয়েছে বলে তার নিজ দল এবং ২০ দলীয় জোটের নেতারা দাবি করে আসছিলেন। দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকার পর মোবাইল ফোন ট্র্যাক করে শুক্রবার রাত পৌনে ১২টার দিকে ঢাকার শাহজাদপুরে প্রগতি সরণিতে আমিনুরের অবস্থান শনাক্ত করা হয় বলে পুলিশ জানিয়েছে।
কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম (বীর প্রতীক) ইনকিলাবকে বলেন, বর্তমান রাজনৈতিক সরকারের গত ৯ বছরের অভ্যাস দেখার পর আমার মনে কোন সন্দেহ নাই যে, আমাদের মহাসচিব এ এম এম আমিনুর রহমানকে কেন্দ্র করে যে ঘটনার সৃষ্টি করা হয়েছে এটা একটা রাজনৈতিক নাটক। ৩ বছর আগের মামলায় তাকে গ্রেফতার দেখানো এটা হাস্যকর ব্যাপার। কারণ অপহরণ হওয়ার পূর্বে, কল্যাণ পার্টির মহাসচিব হিসেবে সকল প্রকার রাজনৈতিক কর্মকান্ডে প্রকাশ্যে ও বৈধভাবে অংশগ্রহণ করেছেন। সুতরাং তার পালিয়ে যাওয়ার কোন প্রশ্ন ওঠে না। তবে সরকার যেহেতু আদালতে মামলা করেছেন সেহেতু আমরা আইনানুগ পন্থাতেই আমাদের মহাসচিব এ এম এম আমিনুর রহমানকে মুক্ত করে আনবো ইনশাআল্লাহ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।