Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেন্ট মার্টিনগামী দুই জাহাজের জরিমানা

| প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

টেকনাফ (কক্সবজার) উপজেলা সংবাদদাতা : টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী এলসিটি কুতুবদিয়া ও খিজির-৮ জাহাজকে অতিরিক্ত যাত্রী বহন করায় ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
জানা গেছে, এ জাহাজের ধারণ ক্ষমতা ২৫০ জন। এ সময় আরো অতিরিক্ত যাত্রী বহনের দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিনিয়ত অতিরিক্ত যাত্রী নিয়ে এলসিটি কুতুবদিয়া ও খিজির-৮ নামক জাহাজগুলো যাত্রা করার অভিযোগ পাওয়া যায়।
নৌপরিবহন অধিদপ্তরের অনুমতিতে এ রুটে কেয়ারি সিন্দাবাদ, কেয়ারি ডাইন, এলসিটি কুতুবদিয়া, খিজিরসহ কয়েকটি জাহাজ চলাচল করছে। এসব জাহাজে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ রয়েছে। এতদিন জাহাজগুলো ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করলেও কোন ব্যবস্থা নেয়নি প্রশাসন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেন্ট মার্টিনগামী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ